হরতালের মধ্যে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু


প্রকাশিত: ০৩:৫৬ এএম, ২২ এপ্রিল ২০১৫

জাতীয়তাবাদী দল বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতালের মধ্যেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের দ্বিতীয় বষের্র অনার্স পরীক্ষা শুরু হয়েছে। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী বুধবার  সকাল ৯টা থেকে এ পরীক্ষা শুরু হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা  ফয়জুল করিম মনির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সারা দেশের ৪১৭টি কলেজের ১৭১টি কেন্দ্রে মোট দুই লাখ ২৫ হাজার পাঁচজন পরীক্ষার্থী বুধবারের পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে প্রশাসন, সংশ্লিষ্ট কলেজ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সহযোগিতা কামনা করছে।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।