বিশ্ব শিক্ষা সম্মেলনে যোগ দিতে ঢাকা ত্যাগ বাংলাদেশ দলের


প্রকাশিত: ১২:৫৪ পিএম, ১৮ মে ২০১৫

শিক্ষা বিষয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে কোরিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ দল। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার ইনসিয়ন নগরীতে ইউনেস্কোর উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।  

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল কর্মসূচিতে যোগ দিতে কোরিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বলে ফোরামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সম্মেলনে ১ হাজার পাঁচশ’র বেশি স্টেকহোল্ডার ডিসিশন মেকার এবং কর্মীরা যোগ দেবেন। সম্মেলনে শিক্ষা বিস্তারে সকলের জন্য শিক্ষা আন্তর্জাতিক আন্দোলন গুরুত্ব পাবে।

সম্মেলনে শিক্ষা উন্নয়ন লক্ষ্য এবং ভবিষ্যৎ আন্তর্জাতিক শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে পারে এমন পদ্ধতি নিয়ে আলোচনা হবে। সম্মেলনে পলিসি মেকিং-এ শিক্ষকদের সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরা হবে।

একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।