টাইগারদের প্রশংসায় ডু প্লেসিস


প্রকাশিত: ০৭:১৫ এএম, ০৮ জুলাই ২০১৫

দেশের মাটিতে পাকিস্তানকে বাংলাওয়াশ এবং ভারতকে সিরিজ হারিয়েছে টাইগাররা। কিন্তু টি-টোয়েন্টি সিরিজে দ. আফ্রিকার বিপক্ষে লড়াইও করতে পারেনি স্বাগতিকরা। সেই সুবাধে টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে সহজেই জিতে নিয়েছে প্রোটিয়ারা।

তবে স্বাগতিকদের বিপক্ষে সিরিজ জিতলেও টাইগারদের প্রশংসা করেছেন প্রোটিয়া টি- টোয়েন্টি অধিনায়ক। টাইগারদের প্রশংসা করে ডু প্লেসিস বলেন, লড়াইয়ের ক্ষেত্রে তারা আরো বেশি ভয়ংকর। তবে আমাদের ছেলেরা দুটি ম্যাচেই দারুণ খেলেছে। কঠিন কন্ডিশনেও আমরা সত্যিই ভালো ব্যাট করেছি। ভালো বলও করেছি।

তিনি আরো বলেন, আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি। এখানে খুবই গরম। সামনে আমাদের আরো বেশি সময় লড়াই করতে হবে। সামনে রয়েছে ওয়ানডে ও টেস্ট।
 
সাম্প্রতিক সময়ে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের প্রশংসা করে ডু প্লেসিস বলেন,  ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ দারুণ করছে। তবে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়ে আমরা আমাদের অবস্থার জানান দিয়েছি। আমরা বাংলাদেশকে সম্মান ও সমীহ করছি। ওয়ানডে ও টেস্টে আমরা আমাদের সেরা ক্রিকেট খেলব।

এমআর/এমএস

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।