শিল্পকলায় রাঢ়াঙ উৎসব


প্রকাশিত: ০৯:২৭ এএম, ১৫ জুলাই ২০১৫

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হতে যাচ্ছে রাঢ়াঙ উৎসব। রাঢ়াঙ নাটকের ১৫০তম প্রদর্শনী উপলক্ষে আরণ্যক আয়োজন করছে ৩ দিনব্যাপী এ উৎসবের। উৎসব শুরু হবে ৩০ জুলাই এবং চলবে ১ আগস্ট পর্যন্ত।

আয়োজক সূত্র জানিয়েছে, ৩০ জুলাই সন্ধ্যা ৬টায় উদ্বোধন হবে এ উৎসবের। এদিন সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে ভঙ্গবঙ্গ নাটক। মামুনুর রশীদের রচনায় নাটকটির নির্দেশনায় দিয়েছেন ফয়েজ জহির।

উৎসবের দ্বিতীয় দিন ৩১ জুলাই। এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে এদিন সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে রাঢ়াঙ। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন মামুনুর রশীদ। উৎসবের শেষ দিন ১ আগস্ট। এ দিন সকাল ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবে বহুত্ববাদী সমাজে আদিবাসী সংস্কৃতির বিকাশ শিরোনামের সেমিনার।

তা ছাড়া সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে স্বপ্নপথিক নাটকটি। হারুন রশিদের রচনায় নাটকটি নির্দেশনা দিবেন মামুনুর রশীদ। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে দিপু স্মৃতি পদক প্রদান অনুষ্ঠান। এ ছাড়াও উৎসবে থাকছে নাট্যকর্মীদের সম্মিলনে আদিবাসী সংগীত ও নৃত্য।

রাঢ়াঙ নাটকটি প্রথম মঞ্চায়ন হয় ২০০৪ সালে। এরপর ভারত ও দক্ষিণ কোরিয়ার বেশকটি নাট্যোৎসবে অংশ নিয়েছে আরণ্যকের রাঢ়াঙ। এর শততম প্রদর্শনী অনুষ্ঠিত হয় ২০১১ সালে।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।