কালীগঞ্জ ইউএনও’র উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ


প্রকাশিত: ১০:০৫ এএম, ১৬ জুলাই ২০১৫
ঈদ সামগ্রী বিতরণ করছেন ইউএনও মো. মনিরুজ্জামান

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামানের ব্যক্তিগত উদ্যোগে উপজেলা পরিষদে কর্মরত তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারী ও সহায়-সম্বলহীন মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা চত্বরে ইউএনও’র বাসভনের সামনে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি কালীগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী শেখ মোহাম্মদ আলী, শিশুমেলা আইডিয়াল স্কুলের অধ্যক্ষ ও উপজেলা লেডিস ক্লাবের সভাপতি সোহেলী সুলতানা লিপি প্রমুখ।

আব্দুর রহমান আরমান/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।