জাতীয়করণ হচ্ছে আরও ৬৯ বিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৬ পিএম, ৩১ জুলাই ২০১৮

দেশের বিভিন্ন জেলার আরও ৬৯ মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ হচ্ছে। প্রধানমন্ত্রী অনুমোদন দিলেই আগামী মাসে জাতীয়করণের সরকারি নির্দেশনা (জিও) জারি করবে শিক্ষা মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বিভিন্ন সময়ে ১৩০ মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণে সম্মতি দেন প্রধানমন্ত্রী। জাতীয়করণের লক্ষ্যে সেসব প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।

জানা গেছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) কর্মকর্তারা সরেজমিনে স্কুলগুলোর স্থাবর, অস্থাবর সম্পদ, শিক্ষক-কর্মচারীদের ব্যক্তিগত তথ্যসহ প্রতিষ্ঠানের সব তথ্য সংগ্রহ করে প্রতিবেদন তৈরি করেন। নতুন করে এমন ৬৯ বিদ্যালয়ের প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে জমা হয়েছে। এ সব বিদ্যালয় জাতীয়করণ করতে দুটি তালিকায় শিক্ষা মন্ত্রণালয় থেকে চূড়ান্ত অনুমোদনের জন্য যাবতীয় কাগজপত্র প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশির) পরিচালক (বিদ্যালয়) অধ্যাপক মান্নান জাগো নিউজকে বলেন, নতুন করে আরও ৬৯টি বিদ্যালয় জাতীয়করণের কাজ চূড়ান্ত পর্যায়ে। আর একটি ধাপ বাকি রয়েছে। আগামী মাসের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন বা সরকারি নির্দেশনা (জিও) জারি হবে।

তিনি বলেন, তালিকাভুক্ত ৬৯টি বিদ্যালয়ের মধ্যে দুই বা একটি বিদ্যালয়ের বিরুদ্ধে মামলা হলে সেটি জাতীয়করণের জন্য স্থগিত রাখা হবে। মামলা নিষ্পত্তি হওয়ার পর সেসব বিদ্যালয়কে জাতীয়করণ করে সরকরি নির্দেশনা (জিও) জারি করা হবে।

তালিকাভুক্ত বিদ্যালয়ের মধ্যে রয়েছে- যশোর জেলার শার্শা পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় এবং বাঘার পাড়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, চাঁদপুরের হাজীগঞ্জ মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ, শাহারাস্তি বহুমুখী উচ্চ বিদ্যালয় ও ফরিদগঞ্জ এ আর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, চট্টগ্রামের দক্ষিণ সাতকানিয়া গোলামবারী মডেল উচ্চ বিদ্যালয়, ফঠিকছড়ি করোনেশন আদর্শ মডেল উচ্চ বিদ্যালয়, আনোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয়, রংপুর জেলার গংগাচড়া মডেল উচ্চ বিদ্যালয়, তারাগঞ্জ ও/এ মডেল উচ্চ বিদ্যালয়, কুষ্টিয়ার দৌলতপুর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, বগুড়ায় দুপচাঁচিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, পাবনায় সাঁথিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, বেড়া বি. বি. পাইলট উচ্চ বিদ্যালয়, চাটমোহর আর সি এম অ্যান্ড বি এস এন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, বরিশালে পাতার হাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়, কক্সবাজারের পেকুয়া মডেল জি এম সি ইন্সটিউশন, খুলনায় ইখড়ি কাটেংগা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়, কুমিল্লার লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয়, চৌদ্দগ্রাম এইচ জে পাইলট মডেল হাইস্কুল, নড়াইলে কালিয়া পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, লক্ষ্মীপুরের আলেকজান্ডার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, বাগেরহাটের ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়, নওগাঁর ধামইরহাটের চকময়রাম মডেল উচ্চ বিদ্যালয়, পত্মীতলার নজিপুর মডেল উচ্চ বিদ্যালয়, নিয়ামতপুর বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়, মাগুরার শ্রীপুর এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়, নীলফামারীর জলঢাকা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, গাইবান্ধার সাদুল্লাহপুর কে এম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, দিনাজপুরের চিরিরবন্দর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, সুজাপুর মডেল উচ্চ বিদ্যালয় ও খানসামা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহের হুলুয়াঘাট আদর্শ উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জের দীননাথ ইন্সটিউশন মডেল হাইস্কুল, সিরাজগঞ্জের উল্লাপাড়া মার্চেন্টস পাইলট উচ্চ বিদ্যালয় ও খাস কাউলিয়া কে আর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, নোয়াখালীর শহীদ জয়নাল আবেদীন মডেল উচ্চ বিদ্যালয়, রাজশাহীর দূর্গাপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, গোদাগাড়ি উচ্চ বিদ্যালয় ও কলেজ ও পুঠিয়া পি এন উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জের দোয়ারা বাজার মডেল উচ্চ বিদ্যালয়, জয়কলোশ উজানিগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়, মাদারিপুরের শিবচর শেখ ফজিলাতুন নেসা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, মগুরার মোহাম্মদপুর আর এস কে এইচ ইন্টটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়, বগুড়ায় শেরপুর ডি জে মডেল হাইস্কুল, ধুনট এন ইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ, জয়পুরহাটের ক্ষেতলাল পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ, আক্কেলপুর এফ ইউ পাইলট উচ্চ বিদ্যালয় ও কালাই এম ইউ উচ্চ বিদ্যালয়, কুমিল্লায় চান্দিনা মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও তিতাস গাজীপুর খান মডেল বহুমুখী হাই স্কুল অ্যান্ড কলেজ, কিশোরগঞ্জের ভৈরব কে বি পাইলট মডেল হাই স্কুল, মহেশ চন্দ্র মডেল শিক্ষা নিকেতন, হোসেনপুর মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজ নিকলী জি সি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, সিলেটের গোয়াইন ঘাট মডেল উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজারের পাথারিয়া ছোটলিখা মডেল উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরার আশাশুনি মাধ্যমিক বিদ্যালয়, ঝিনাইদাহের মহেশপুর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, কোটচাঁদপুর মডেল পাইলট মাধ্যামিক বিদ্যালয়, মেহেরপুরের মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয়, যশোরের চৌগাছা শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, কেশবপুর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, ঝিকরগাছা এম এল মডেল হাই স্কুল, লক্ষ্মীপুরের হাজীরহাট মিল্লাত একাডেমি (উচ্চ বিদ্যালয়), ব্রাহ্মণবাড়িয়ার দেবগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়, দাউদপুর উচ্চ বিদ্যালয় এবং ঢাকা জেলার ধামরাই হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয়।

এমএইচএম/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।