ঢাবি অধিভুক্ত সাত কলেজে ভর্তি বিজ্ঞপ্তি
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজে বিজ্ঞান, বাণিজ্য এবং কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ২৫ সেপ্টেম্বর।
রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় হয়, ২৫ সেপ্টেম্বর উপাচার্যের দফতর সংলগ্ন আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে দুপুর সাড়ে ১২টায় ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ভর্তি প্রক্রিয়ার উদ্বোধন করবেন।
২৫ অক্টোবর পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। আবেদন প্রক্রিয়ার বিস্তারিত তথ্য www.7collegedu.com ওয়েব সাইটে পাওয়া যাবে।
এমএইচ/এনএফ/পিআর