সর্বস্তরের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ইন্টারনেট দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২০

দেশের সব স্কুল কলেজ ও মাদরাসায় অধ্যয়নরত সর্বস্তরের শিক্ষার্থীেদের জন্য বিনামূল্যে ইন্টারনেট সুবিধা প্রদানের দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম।

বৃহস্পতিবার বিকেলে এক বিবৃতিতে ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে নামমাত্র মূল্যে ইন্টারনেট দেয়ার এই উদ্যোগ যুগান্তকারী ও সময়ােপযােগী। শিক্ষাবান্ধব সরকারের এটি মহতী উদ্যোগ। তবে এই উদ্যোগ আরও জনবান্ধব হবে যদি প্রাথমিক, মাদরাসা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদেরও একই মূল্যে ইন্টারনেট দেয়া হয়। সব শিক্ষার্থীকেই এই সুবিধাটি দেয়া হােক।

বিবৃতিতে আরও বলা হয়, করােনাভাইরাসের কারণে শিক্ষার্থীর জীবনের নিরাপত্তার জন্য দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বৈশ্বিক মহামারি করােনা কবে নির্মূল হবে বা নিয়ন্ত্রণে আসবে তা অজানা। ইতোমধ্যে করােনাকালে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম শুরু করেছে।

অসচ্ছল শিক্ষার্থীরা পর্যাপ্ত সুযােগ-সুবিধা না-পাওয়ায় অনলাইন ক্লাসে অংশ নিতে পারছে না। ফলে অনলাইন ক্লাসে শিক্ষায় বৈষম্য শুরু হয়েছে। সরকার আবার শুধু মাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নামমাত্র মূল্যে ইন্টারনেট সুবিধা দিয়ে প্রত্যক্ষভাবে সর্বস্তরের ছাত্র-ছাত্রীর মধ্যে বৈষম্যের পথ আরও উন্মুক্ত করে দিয়েছে। এ অবস্থায় দেশের সর্বস্তরের শিক্ষার্থীর জন্য বিনা মূল্যে ইন্টারনেট সুবিধা দেয়ার জোর দাবি জানায় অভিভাবক ঐক্য ফোরাম।

এমএইচএম/এমএসএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।