টিকা নেয়ার ১৯ দিন পর করোনায় আক্রান্ত অভিভাবক ফোরামের সভাপতি
টিকা নেয়ার ১৯ দিন পর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু। গত ২৬ ফেব্রুয়ারি তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
বুধবার (৩১ মার্চ) অভিভাবক ঐক্য ফোরামের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধ জিয়াউল কবির দুলু কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি গত ৭ মার্চ তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকাগ্রহণ করেন। পরে ১৫ মার্চ তিনি জ্বরে আক্রান্ত হন। গত ২৬ মার্চ তিনি মুগদা সরকারি হাসপাতালে নমুনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভি আসে।
করোনা পজেটিভ হওয়ার পর থেকে জিয়াউল কবির দুলু শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছেন। তিনি রোগমুক্তির জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
জিয়াউল কবির দুলু জাগো নিউজকে বলেন, ‘করোনার টিকা নেয়ার প্রায় তিন সপ্তাহ পর করোনায় আক্রান্ত হয়েছি। চিকিৎসকের পরামর্শে বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছি।’
তিনি বলেন, ‘দীর্ঘদিন ডায়াবেটিস ও কিডনি সমস্যায় ভুগছি। এছাড়াও হাইপারটেনশনও রয়েছে। বর্তমানে মাথাব্যথা, জ্বর, কাশি রয়েছে।’
এমএইচএম/এএএইচ/এএসএম