বিডিইউতে গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষায় উপস্থিতি ৯২.২৪ শতাংশ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি (বিডিইউ) কেন্দ্রে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় এক হাজার ৪০৫ শিক্ষার্থীর আসন পড়ে। এর মধ্যে উপস্থিত ছিলেন এক হাজার ২৯৬ জন শিক্ষার্থী। শিক্ষার্থীদের উপস্থিতির হার ৯২ দশমিক ২৪ শতাংশ।
শনিবার (১৩ আগস্ট) দুপুর ১২টা থেকে শুরু হয়ে ১টায় এ পরীক্ষা শেষ হয়।
বিডিইউর পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার গাজীপুর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ উপকেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো.মাহবুবুল আলম জোয়ার্দার ও ট্রেজারার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন উপকেন্দ্রটি পরিদর্শন করেন।
এতে আরও বলা হয়, বিডিইউ কেন্দ্রে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় এক হাজার ৪০৫ শিক্ষার্থীর আসন পড়ে। এর মধ্যে উপস্থিত ছিলেন এক হাজার ২৯৬ জন শিক্ষার্থী। শিক্ষার্থীদের উপস্থিতির হার ৯২ দশমিক ২৪ শতাংশ।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম জোয়ার্দার ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও গাজীপুরের উপকেন্দ্র ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এমএইচএম/আরএডি/জিকেএস