বাঙালি সাধারণ মেয়ে অথচ দুঃসাহসী কাজ করেন নিশাত: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নারীরা সব দিক থেকে এগিয়ে যাচ্ছে। মানুষ মানুষকে স্বপ্ন দেখায়, প্রধানমন্ত্রী স্বপ্ন দেখাচ্ছন জাতিকে। আর নিশাতরা স্বপ্ন দেখাচ্ছেন নারীদের। বাঙালি সাধারণ মেয়ে, অথচ দুঃসাহসী কাজ করেন নিশাত মজুমদার।
শনিবার (২৭ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে অভিযাত্রী আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বাংলাদেশি পর্বোতারোহী নিশাত মজুমদারের পৃথিবীর অষ্টম উচ্চতম পর্বত 'মানাসলু' শৃঙ্গ অভিযানের পতাকা অর্পণ উপলক্ষে ‘ওরিয়ন ট্রেক উইথ নিশাত’ শীর্ষক সংবাদ সম্মেলনটি করা হয়।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, দেশের প্রথম নারী পর্বতারোহী নিশাতকে দেখলে মনে হয় বাঙালি সাধারণ মেয়ে। ঘর থেকে রেব হন না। পরিবারের মধ্যে খুব সাধারণভাবেই জীবন কাটাচ্ছেন। অথচ কী দুঃসাহসি মানুষ! একের পর এক দুঃসাহসী অভিযান ও কাজ করেন, অনেককে উৎসাহিত করেন।
তিনি বলেন, নিশাতের কাছে থেকে অনুপ্রেরণা পেয়েই এবার তার সঙ্গে যোগ দিয়েছেন আরেক মেধাবী ও দুঃসাহসী নারী ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী প্রজ্ঞা পারমিতা।
তিনি বলেন, আমরা চাই, তারা বাংলাদেশের পতাকা পর্বতে উড়াবে। ফিরে এসে তারা তাদের দুঃসাহসী অভিযানের গল্প আমাদের শোনাবেন।

এর আগে লিখিত বক্তব্যে অভিযাত্রীর সংগঠক মির্জা জাকারিয়া বেগ বলেন, হিমালয়ে অবস্থিত মানাসলু পর্বতশৃঙ্গের উচ্চতা ৮ হাজার ১৬৩ মিটার। প্রথমবারের মতো একটি জাপানি দল ১৯৫৬ সালে ৯ মে সফলভাবে এটি আরোহণ করেন।
তিনি বলেন, বাংলাদেশের প্রথম এভারেস্ট আরোহী নারী নিশাত মজুমদার এবার মানাসলু অভিযানের পরিকল্পনা করেছেন। এ আয়োজনে সার্বিক সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছে ওরিয়ন। এ ধরনের একটি সম্মানজনক অভিযানের স্পন্সর হিসেবে ওরিয়নের এ পৃষ্ঠপোষকতা বাংলাদেশে পর্বতারোহণে নতুন মাত্রা যোগ করলো।
‘আমরা বিশ্বাস করি, ওরিয়ন বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে যেমন গুরুত্বপূর্ণ অবদান রাখছে অনুরূপভাবে নতুন প্রজন্মের মাঝে পর্বতারোহণ জনপ্রিয় করে তুলতে সম্ভাব্য সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।’
ওরিয়নের আর্থিক সহযোগিতায় সংগঠিত হতে যাওয়া এ অভিযানে নিশাত মজুমদার ও প্রজ্ঞা পারমিতা রায় সোমবার (২৯ আগস্ট) নেপালের উদ্দ্যেশ্যে রওনা দেবেন। পরে কাঠমান্ডু থেকে পৌঁছাবেন মানাসলু পর্বতের পাদদেশে বেশিশাহার নামের একটি স্থানে।
বেশিশাহার থেকে শুরু হবে ট্রেকিং। প্রজ্ঞা পারমিতা রায় ওই পর্বতের বেইজ ক্যাম্প পর্যন্ত আরোহণের মাধ্যমে তার যাত্রা শেষ করে দেশে ফিরে আসবেন ও নিশাত মজুমদার মানাসলু পর্বতের শীর্ষবিন্দু স্পর্শ করতে এগিয়ে যাবেন।
সংবাদ সম্মেলনে অভিযাত্রী ইনাম আল হকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ইউসেপ বাংলাদেশের চেয়ারপারসন পারভীন মাহমুদ, ওরিয়ন গ্রুপের করপোরেট অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট মো. আশফাকুল আলম প্রমুখ।
আরএসএম/এসএএইচ/এএসএম