মাদকমুক্ত পৌরসভা গঠনের প্রতিশ্রুতি দিলেন মেয়র
ঠাকুরগাঁও পৌরসভার নব-নির্বাচিত মেয়র মির্জা ফয়সল আমীন বলেছেন, অতি শিগগিরই ঠাকুরগাঁও পৌরসভাকে মাদকমুক্ত ঘোষণা করা হবে। যারা মাদক সেবন করে ও বিক্রি করেন তাদের এ অবৈধ পথ ছেড়ে দেয়ার আহ্বান জানান। তাই প্রতিটি ওয়ার্ডে নাগরিক কমিটি গঠন করা হবে। ওই কমিটির দায়িত্ব যুব সমাজকে মাদকের দিক থেকে সরিয়ে ক্রীড়া প্রতি ধাবিত করা। আর যদি তারা মাদক সেবন ও বিক্রি বাদ না দেয় তাহলে আইনের আওতায় নিয়ে আসা হবে। মাদকমুক্ত হলেই ঠাকুরগাঁও একটি আদর্শ পৌরসভায় পরিণত হবে।
শুক্রবার বিকেলে ঠাকুরগাঁওয়ের ক্রীড়া সংগঠন বিএএসডিওর আয়োজনে অষ্টম ব্যাটমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় পরিষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় আরো বক্তব্য রাখেন, ক্রীড়া সংগঠন বিএএসডিওর উপদেষ্টা প্রভাষক সালেহুর রহমান, ব্যাটমিন্টন টুর্নামেন্টের আহ্বায়ক রাশেদুজ্জামান সাজু, বিশিষ্ট ব্যাটমিন্টন খেলোয়ার নূর হোসেন প্রমুখ।
মেয়র বলেন, ঠাকুরগাঁও ক্রীড়াঙ্গনকে পৌরসভা থেকে সকল সুযোগ-সুবিধা দেয়া হবে। এই বড় মাঠকে খেলাধুলার কাজে ব্যবহৃত করা হবে। পৌরসভার মান উন্নয়নে সকল মানুষের সহযোগিতার আহ্বান করেন তিনি।
পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার ও উপহার সামগ্রী তুলে দেন পৌর মেয়র।
রবিউল এহসান রিপন/এআরএ/জেএইচ