৪৪তম বিসিএস

শ্রুতি লেখকের জন্য আবেদন করা যাবে ১৩ নভেম্বর পর্যন্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ৩০ অক্টোবর ২০২২
ফাইল ছবি

৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) । এ পরীক্ষার জন্য যাদের শ্রুতি লেখক প্রয়োজন তাদের আগামী ১৩ নভেম্বরের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। তবে আবেদন না করলে শ্রুতি লেখক নিয়োগ করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে পিএসসি।

শ্রুতি লেখকের জন্য আবেদনকারীকে কেবল পিএসসি থেকে অনুমোদিত শ্রুতি লেখকের সহায়তায় পরীক্ষায় অংশ নিতে হবে।

রোববার (৩০ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় পিএসসি।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাসের সই করা আদেশে আরও বলা হয়েছে, এ পরীক্ষায় যে সব প্রতিবন্ধী প্রার্থীর শ্রুতি লেখক প্রয়োজন তাদের চাহিদা অনুযায়ী বাংলাদেশ সরকারী কর্ম কমিশন থেকে শ্রুতি লেখক নিয়োগ করা হবে। শ্রুতি লেখকের চাহিদা জানিয়ে সংশ্লিষ্ট প্রতিবন্ধী প্রার্থীদের আগামী ১৩ নভেম্বরের মধ্যে অফিস চলাকালীন পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার), বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-বরাবর আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত কাগজপত্র জমা দেওয়ার জন্য বলা হয়েছে:

ক. অনলাইন আবেদনপত্র/BPSC Form-1 এর কপি এবং Admit Card

খ. প্রার্থীর ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি

গ. শ্রুতিলেখকের প্রয়োজনীয়তা সম্পর্কে সিভিল সার্জনের প্রত্যয়নপত্র

ঘ. সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধী পরিচয়পত্রের সত্যায়িত কপি।

এমএইচএম/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।