তামিমের ভক্ত আফ্রিদির মেয়েরা
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম আসরে পেশোয়ারের হয়ে টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। এখন পর্যন্ত ছয় ম্যাচের দুবার ম্যাচ-সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা তামিমের বিধ্বংসী ব্যাটিং দেখে আফ্রিদি কন্যারা রীতিমতো মুগ্ধ। তাই তো আফ্রিদির চার মেয়ের মধ্য হতে দুই মেয়ে আনসা আফ্রিদি ও আকসা আফ্রিদি তামিম ইকবালের সঙ্গে ছবি তোলার সুযোগটা হাতছাড়া করলেন না। আনসা ও আকসাকে তামিমের দুই পাশে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা গেছে।
পিএসএলে নিজেকে প্রত্যেক দিন ছাড়িয়ে যাচ্ছেন তামিম ইকবাল। এশিয়া কাপে না খেললেও সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই প্রস্তুতি হিসেবে বেছে নিয়েছিলেন পাকিস্তানের এই ঘরোয়া টুর্নামেন্টকেই। ব্যাট হাতেই নিয়মিত বলে চলেছেন প্রস্তুতির গল্পটা। এরই মধ্যে পুরো টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রান সংগ্রাহক তিনি!
দুবাইতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ছয় ম্যাচে তার সংগ্রহ ২৬৭ রান। দুবার ছিলেন অপরাজিত। সর্বোচ্চ অপরাজিত ৮০। মোট অর্ধশতক তিনবার (৮০*, ৫৫*, ৫১)! দুইবার জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার। তার ব্যাটে ভর করেই পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে শহীদ আফ্রিদির পেশোয়ার ঝালমি।
এমআর/আরআইপি