গণবিতে ‘প্রতিবেশিকে জানুন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু


প্রকাশিত: ১২:৫৮ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও গণবিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘প্রতিবেশিকে জানুন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। সোমবার সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে উপাচার্য ড. ফারজানা ইসলাম বলেন,  ৫২’র ভাষা আন্দোলন আমাদের আলাদা জাতি হিসেবে প্রতিষ্ঠার ভিত গড়ে দিয়েছে। বাংলাদেশের চারপাশ ঘিরে বৃহৎ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মনিপুর, উড়িষা প্রভৃতি প্রতিবেশি অঙ্গরাজ্যগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হাজারো বছরের। অথচ আমরা একে অপরের শিল্প, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, ধর্ম, দর্শন সম্পর্কে বিশেষ অবহিত নই।

গণবিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মেসবাহ উদ্দিন আহমদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী তাঁর প্রবন্ধে একে-অপরকে জানার ক্ষেত্রে সকল ধরনের বাধা ও প্রতিবন্ধকতা দূর করার আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এটিএম আতিকুর রহমান ও গণবিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনসুর মুসা।

হাফিজুর রহমান/এনএফ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।