এইচএসসি পরীক্ষা: ইংরেজি ভার্সনের কেন্দ্র তালিকা প্রকাশ

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা জুলাই মাসে নেওয়া হতে পারে। সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি চলছে শিক্ষা বোর্ডগুলোতে। এরই মধ্যে ইংরেজি ভার্সনের পরীক্ষার্থীদের জন্য কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড।
মঙ্গলবার ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার সই করা এক বিজ্ঞপ্তিতে চারটি কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়।
আরও পড়ুন: রোজায় স্কুল-কলেজ বন্ধ থাকলেও ৭ এপ্রিল পর্যন্ত প্রাথমিকের ক্লাস
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এইচএসসি পরীক্ষা-২০২৩ এর কেবল ঢাকা মহানগরের ইংরেজি ভার্সনের পরীক্ষার্থীরা স্ব স্ব কলেজের জন্য উল্লিখিত কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করবে। উল্লেখিত চারটি কেন্দ্র ছাড়া অন্য কোনো কেন্দ্রে ঢাকা মহানগরের ইংরেজি ভার্সনের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নেই। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের বাংলা ভার্সনের পরীক্ষা কেন্দ্রের নাম পরবর্তী সময়ে জানানো হবে। এ তালিকা বহির্ভূত কোনো প্রতিষ্ঠানে রেজিস্ট্রেশন করা ইংরেজি ভার্সনের শিক্ষার্থী থাকলে উক্ত তালিকা ২২ মার্চ থেকে ৫ এপ্রিলের মধ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষা শাখায় সহকারী পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে এক কপি এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা শাখার সেকশন অফিসারের কাছে এক কপি হাতে জমা দিতে হবে। আর মূল কপি স্ক্যান করে ([email protected]) এই মেইলে পাঠাতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট কলেজের পরীক্ষার্থীদের ইংরেজি ভার্সনে পরীক্ষা গ্রহণ করা সম্ভব হবে না।
আরও পড়ুন: একাদশে রেজিস্ট্রেশনের সময় বাড়লো
এইচএসসি পরীক্ষার বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, সাধারণত এইচএসসি পরীক্ষা এপ্রিলে শুরু হয়। কিন্তু করোনা পরিস্থিতির কারণে গত কয়েক বছর নির্ধারিত সময়ে এ পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। বন্যাসহ বিভিন্ন কারণে পিছিয়ে যাওয়া গত বছরের এইচএসসি পরীক্ষা শুরু হয় ৬ নভেম্বর। চলতি বছরের এইচএসসি পরীক্ষা জুলাই মাসের প্রথম সপ্তাহে হতে পারে। এ লক্ষ্যে আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছি। তবে এখনো দিন-তারিখ অর্থাৎ রুটিন চূড়ান্ত হয়নি।
চলতি বছর সব বিষয়ে পরীক্ষা হবে জানিয়ে তিনি বলেন, ২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে হবে। আর চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ৩০ এপ্রিল। যা চলবে ২৩ মে পর্যন্ত।
ইংরেজি ভার্সনের পরীক্ষার কেন্দ্র তালিকা দেখুন...
এমএইচএম/জেডএইচ/এএসএম