আইন অমান্য করায় ইউসিএসআই ইউনিভার্সিটিকে শোকজ

আইন অমান্য করায় বিদেশি স্টাডি সেন্টার ইউসিএসআই ইউনিভার্সিটিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তিন কর্মদিবসের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে। বুধবার (৩ মে) ইউজিসির সচিব ড. ফেরদৌস জামনের সই করা এ শোকজ করা হয়।
নির্দেশনায় বলা হয়, বিদেশি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের শাখা ক্যাম্পাস বা স্টাডি সেন্টার পরিচালনা বিধিমালা- ২০১৪ এর বিধি ৪ (১), ৪ (৬), ৭ (চ) ও (ঞ), ১১ (১) (গ), ১২ (২) ও বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন- ২০১০ (প্রযোজ্য ক্ষেত্রে ধারা ও উপধারাগুলো) ইউসিএসআই ইউনিভার্সিটির বাংলাদেশ ক্যাম্পাস আইনের ব্যত্যয় ঘটেছে বলে কমিশনের দৃষ্টিগোচর হয়েছে।
এতে আরও বলা হয়, বিদেশি এ ক্যাম্পাস পরিচালনায় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্য করা হয়েছে। আইন অমান্য করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আগামী তিন কর্মদিবসের মধ্যে ইউজিসিতে জবাব পাঠানোর নির্দেশ দেওয়া হলো।
এমএইচএম/এসএএইচ