বিদেশে উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে সম্মেলন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৭ পিএম, ০৩ জুন ২০২৩

মহামারির স্থবিরতা কাটিয়ে বাংলাদেশের শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে শনিবার (৩ জুন) রাজধানীর একটি হোটেলে প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে বিশ্বব্যাপী মানসম্পন্ন উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিতে কাজ করে যাওয়া প্রতিষ্ঠান গ্লোবাল বিজনেজ স্কুলের (জিবিএস) কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে মতবিনিময় করেন বাংলাদেশের শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ করে দিতে সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছিলেন ডা. বিশ্বজিৎ রানা (জিইডিইউ গ্রুপ সিইও), আশু মোগলা (সহযোগী পরিচালক- দক্ষিণ এশিয়া/আফ্রিকা), অসীম দত্ত (ইউকে বিজনেস ডেভেলপমেন্টের প্রধান), কুবের কাপুর (কান্ট্রি হেড-বাংলাদেশ), নকিব রহমান (সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার)।

বক্তারা শিক্ষাবান্ধব বর্তমান সরকারের নানা পদক্ষেপ তুলে ধরে বলেন, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, জার্মানি, কানাডা, ভারত ও জাপানসহ বিভিন্ন দেশে বছরে বাংলাদেশের লক্ষাধিক শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণ করতে যায়। শিক্ষার্থীর এ সংখ্যা যাতে আরও বাড়ানো যায় তারা সেজন্য জিবিএসের সহযোগিতা চান।

আরএমএম/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।