‘সেরা বাংলাবিদ’ সিলেটের সামিরা, পেলেন ১০ লাখ টাকা

‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’র পঞ্চম মহোৎসবে ‘সেরা বাংলাবিদ’ হয়েছেন সিলেটের মেয়ে সামিরা মুকিত চৌধুরী। শুক্রবার (১ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকক্ষে আয়োজিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে এ পুরস্কার জিতে নেন তিনি।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্রেষ্ঠ ছয় প্রতিযোগীকে নিয়ে শুরু হয় শ্রেষ্ঠত্বের লড়াই। প্রতিযোগিতা শেষে এদিন রাত ১১টার দিকে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। এতে সর্বোচ্চ নম্বর পেয়ে ‘সেরা বাংলাবিদ’ হন সামিরা। পরে প্রতিযোগিতার মঞ্চে তার হাতে ১০ লাখ টাকা পুরস্কারের চেক তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আরও পড়ুন: প্রাথমিক বিদ্যালয়ের শ্রুতিকটু-নেতিবাচক নাম পরিবর্তন শুরু
পঞ্চম পর্বে দ্বিতীয় ও তৃতীয় ‘সেরা বাংলাবিদ’ হয়েছেন যথাক্রমে ময়মনসিংহের মেয়ে সাদাত আশরাফী নাইব ও ঢাকার মেয়ে মনামী জামান। পুরস্কার হিসেবে সাদাত পেয়েছেন তিন লাখ টাকা এবং মনামী পেয়েছেন দুই লাখ টাকার মেধাবৃত্তি। এছাড়া বাকি ১০ জনকে একটি করে ল্যাপটপ ও ব্যক্তিগত লাইব্রেরি গড়ে তোলার জন্য ৫০ হাজার টাকার বই এবং উপহার হিসেবে দেওয়া হয়েছে আলমারি।
আরও পড়ুন: উচ্চশিক্ষায় সেবা সহজ করার আহ্বান ইউজিসির
নতুন প্রজন্মের কাছে শুদ্ধ বাংলা, বানান ও ব্যবহার ছড়িয়ে দেওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মননকে শাণিত করা এবং বাংলাকে হৃদয়ে ধারণ করানোর উদ্দেশ্যে ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় চ্যানেল আই এ রিয়েলিটি শোর আয়োজন করে।
আরও পড়ুন: বেসরকারি স্কুল-কলেজে টিউশন ফি নির্ধারণে হচ্ছে নীতিমালা
দেশব্যাপী দীর্ঘ ১০ মাস ধরে বাছাই এবং স্টুডিও পর্ব শেষে শুক্রবার রাতে সেরা ছয় বাংলাবিদকে নিয়ে আয়োজন করা হয় ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ প্রতিযোগিতা। চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতা করেন ঢাকার মনামী জামান ও এস এম রাইয়ান তাওসীফ, ময়মনসিংহের অনুশ্রী বণিক ও সাদাত আশরাফী নাইব, সিলেটের সামিরা মুকিত চৌধুরী ও রাজশাহীর দীপায়ন সরকার।
পঞ্চম সিজনে বিচারকের দায়িত্ব পালন করেন ড. সৌমিত্র শেখর, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, ত্রপা মজুমদার। গ্র্যান্ড ফিনালে অতিথি বিচারক হিসেবে ছিলেন গুণী অভিনেতা আফজাল হোসেন।
পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের মহাপরিচালক ফরিদুর রেজা সাগর, ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি, ইস্পাহানি গ্রুপের পরিচালক জাহিদা ইস্পাহানি প্রমুখ।
এএএইচ/জেডএইচ