প্রতিষ্ঠার চার দশক পর আইনি ভিত্তি পাচ্ছে নেপ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০০ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২৩

প্রতিষ্ঠার প্রায় চার দশক পর আইনি ভিত্তি পাচ্ছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এজন্য ‘জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি আইন, ২০২৩’এর খসড়া চূড়ান্ত অনুমোদন করেছে মন্ত্রিসভা।

সোমবার (৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘প্রাথমিকের শিক্ষকদের নেপে প্রশিক্ষণ দেওয়া হয়। ১৯৬১ সালের একটি আইনের আওতায় একটি রেজুলেশনের মাধ্যমে নেপ পরিচালতি হতো। এখন একটি পূর্ণাঙ্গ আইনের মাধ্যমে পরিচালনা করার জন্য আইনের খসড়া মন্ত্রিসভায় নিয়ে আসা হয়। মন্ত্রিসভা সেটি নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

এক বিবৃতিতে প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ জানান, এ আইন পাসের ফলে একটি আধুনিক, যুযোপযোগী প্রশিক্ষণ একাডেমি হিসেবে নেপের বিকশিত হওয়ার দুয়ার উন্মুক্ত হবে। এ প্রতিষ্ঠানে বিশেষজ্ঞ কর্মকর্তা পদায়নের সুযোগ সৃষ্টি হবে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য চাহিদাভিত্তিক প্রশিক্ষণ ও কারিকুলাম উন্নয়নেও এ প্রতিষ্ঠান কার্যকর ভূমিকা রাখতে পারবে। প্রাথমিক শিক্ষা বিষয়ে বিভিন্ন গবেষণা পরিচালনা, গবেষণা জার্নাল প্রকাশের পাশাপাশি নেপ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সম্মেলন ও কর্মশালার আয়োজন করতে পারবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

এ আইনের আওতায় নেপের আঞ্চলিক কার্যালয় স্থাপনের মাধ্যমে নেপ আরও ছড়িয়ে দেওয়ার পথ উন্মুক্ত হবে বলে জানান তিনি।

আরএমএম/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।