আয়মানের অনুভূতি ‘অদ্ভুত’, ‘স্টার’ পেয়ে গেছেন মুনজেরিন

দীর্ঘদিন প্রেমের সম্পর্কে। তা নিয়ে ছিল ‘লুকোচুরি’। ইশারা-ইঙ্গিতে সম্পর্কের গভীরতা বুঝিয়েছেন নানা অনুষ্ঠানে। অবশেষে গাঁটছড়া বাঁধলেন আয়মান সাদিক ও মুনজেরিন শহীদ। আকদ সেরেই অনুভূতি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন দুজনই।
বিয়েটা আয়মান সাদিকের কাছে যেন এক অদ্ভুত অনুভূতি। আর মুনজেরিন পেয়ে গেছেন তার জীবনের স্টার (তারকা)। নেট দুনিয়ায় জনপ্রিয় এ জুটি নেটিজেনদের জানিয়েছেন তাদের এমন অনুভূতির কথা।
আরও পড়ুন>> ‘আলহামদুলিল্লাহ কবুল’ বলে আকদ সারলেন আয়মান-মুনজেরিন
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ঠিক সোয়া ৫টায় দুজনই একই ছবি শেয়ার করে দিয়েছেন পোস্ট। তবে, তাদের দুজনের অনুভূতি দু-রকম। অনুভূতি যেমনই হোক, শেয়ার করা ছবিতে দুজনকেই দেখাচ্ছে হাস্যোজ্জল ও প্রাণোচ্ছল।
আয়মান সাদিক তার স্ট্যাটাসে লিখেছেন, ‘আলহামদুল্লিাহ, অনুভূতিটা অদ্ভুত।’ আর মুনজেরিন শহীদ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, ফাউন্ড মাই স্টার’। বাংলা করলে যা দাঁড়ায়- ‘আমার তারকাকে পেয়ে গেছি’।
আয়মানের ফেসবুক পোস্টের নিচে বিকেল ৫টা ৫৫ মিনিটে মাত্র ৪০ মিনিটে রিয়্যাক্ট করেছেন ৪ লাখ ৬০ হাজার মানুষ। কমেন্ট করে অভিনন্দন জানিয়েছেন ৭৬ হাজার ব্যবহারকারী এবং পোস্ট শেয়ার করেছেন ২৫ হাজার মানুষ। অন্যদিকে, মুনজেরিনের পোস্টে রিয়্যাক্ট করেছেন চার লাখ মানুষ। কমেন্ট করেছেন ৬৮ হাজার এবং শেয়ার করেছেন ২৬ হাজার ব্যবহারকারী।
সবাই যে শুধু অভিনন্দন জানিয়ে কমেন্ট করেছেন, তা নয়। কেউ কেউ খোঁচাও দিয়েছেন। আয়মানের পোস্টের মন্তব্যের ঘরে সাকিব শাহরিয়ার নামে একজন লিখেছেন, দোয়া করি, আপনাদের ঘরে যেন বিদ্যাসাগর জন্ম নেয়।’
আরও পড়ুন>> আয়মান-মুনজেরিনের বিয়ে, সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া
শুক্রবার জুমার নামাজের পর অনেকটা সাদামাটাভাবে আকদ সেরেছেন দেশের সবচেয়ে বড় শিক্ষাভিত্তিক অনলাইন প্রতিষ্ঠান ‘টেন মিনিট স্কুল’-এর প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক ও একই প্রতিষ্ঠানের ইংরেজি শিক্ষিকা মুনজেরিন শহীদ।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর রাজধানীর মিরপুর ডিওএইচএসের মসজিদে তাদের আকদ সম্পন্ন হয়। দুই পরিবারের সদস্য ছাড়াও আয়মান-মুনজেরিনের আকদের সাক্ষী হতে উপস্থিত ছিলেন এ জুটির ঘনিষ্ঠজনেরা।
বিয়ের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ১০ সেকেন্ডের একটি ভিডিও। তাতে দেখা যায়, ঘিয়ে রঙের পাঞ্জাবি পরে মসজিদে মাথা নিচু করে বসা আয়মান। আশপাশে পরিবারের সদস্যরা। অন্যদিকে, বধূর সাজে মুনজেরিনের ছবিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। হাস্যোজ্জ্বল সেই ছবিতে নববধূকে দেখা গেলো- হালকা গোলাপী রঙের শাড়ি, গলায় মালা এবং কানে দুল পরা। নেটিজেনরা তাদের দুজনের ছবি শেয়ার করে শুভকামনা জানাচ্ছেন। ‘খোঁচা’ দেওয়ার সুযোগও ছাড়ছেন না অনেকে।
গত মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আয়মান-মুনজেরিন জুটির বিয়ের খবর ছড়িয়ে পড়ে। তাদের বিয়ের আমন্ত্রণপত্রের একটি কার্ডও দেখা যায় অনেককে শেয়ার করতে। তাতে যে তথ্য ছিল, তা বিবাহোত্তর সংবর্ধনার। তাহলে আয়মান-মুনজেরিনের বিয়ে কবে, তা নিয়ে জানার আগ্রহ ছিল সবার। কেউ কেউ বলছিলেন- হয়তো আগেই বিয়ে সেরে ফেলেছেন এ জুটি।
এদিকে, আগামী ২৩ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার সেনাকুঞ্জে হলরুমে বিবাহোত্তর সংবর্ধনার আনুষ্ঠানিকতা সারবেন এ জুটি। পরিবার, আত্মীয়-স্বজন ও টেন মিনিট স্কুলের শিক্ষক-কর্মকর্তারা এ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন।
আয়মান সাদিকের জন্ম কুমিল্লায়। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল তায়েবুর রহমান ও শারমিন আক্তারের ছেলে তিনি। ২০১৫ সালে ‘টেন মিনিট স্কুল’ প্রতিষ্ঠা করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর ছাত্র ছিলেন তিনি। ২০১৮ সালে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের হাত থেকে ‘কুইনস ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ নেন আয়মান সাদিক। ফোর্বসের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সেরা ৩০০ তরুণ উদ্যোক্তার তালিকায় স্থান পান একই বছর।
মুনজেরিন শহীদের জন্ম চট্টগ্রামে। শহীদ উদ্দিন আহমেদ চৌধুরী ও মনোয়ারা শহীদের মেয়ে তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন তিনি। বর্তমানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বৃত্তি নিয়ে ইংরেজিতে দ্বিতীয় স্নাতকোত্তর করছেন তিনি। মুনজেরিন শহীদ মূলত আলোচনায় আসেন ‘১০ মিনিট স্কুল’র একজন শিক্ষিকা হিসেবে।
এএএইচ/এমএএইচ/জিকেএস