৭০০ কোটি বাজেট নিয়ে জটিলতায় ‌‘কৃষ ৪’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯:০৫ পিএম, ১৬ মার্চ ২০২৫

হৃতিক রোশন অভিনীত বহু প্রতীক্ষিত সুপারহিরো সিনেমা ‘কৃষ ৪’। ছবিটির মুক্তির তারিখ আবারও পিছিয়েছে। সিনেমাটির শুটিং চলতি বছরের দ্বিতীয়ার্ধে শুরু হওয়ার কথা ছিল। তবে সেটি হচ্ছে না। এর কাজ শুরু হতে হতে ২০২৬ সালে গিয়ে ঠেকবে।

বলিউড হাঙ্গামা বলছে, মূলত ছবিটির বাজেট নিয়ে সমস্যা দেখা দিয়েছে। যার ফলে পরিচালক পুরো বাজেট রেডি না করে ‘কৃষ ৪’ নির্মাণে হাত দিতে চান না।

জানা গেছে, এই সিনেমার জন্য প্রায় ৭০০ কোটি রুপি বাজেট প্রয়োজন। যা সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে। একটি বিশ্বস্ত সূত্র বলেছে, কোনও স্টুডিও এত বড় আর্থিক ঝুঁকি নিতে চাচ্ছে না। বিশেষ করে কৃষ ফ্র্যাঞ্চাইজিটি এক দশকের বেশি সময় ধরে দর্শকদের কাছ থেকে দূরে ছিল। তাই এর প্রত্যাবর্তন বেশ ঝুঁকিপূর্ণ। তাই প্রযোজকেরা এত বড় পরিমাণে বাজেট অনুমোদন দিতে দ্বিধায় রয়েছেন।

হৃতিক রোশন তার বন্ধু প্রযোজক সিদ্ধার্থ আনন্দকে সিনেমাটির জন্য একটি স্টুডিও আনতে দায়িত্ব দিয়েছিলেন। তবে উচ্চ বাজেটের কারণে স্টুডিওগুলো এখন পিছিয়ে যাচ্ছে। সূত্রটি আরো জানিয়েছে, আনন্দ এবং তার প্রোডাকশন কোম্পানি মারফ্লিক্স আর সিনেমাটির সঙ্গে যুক্ত থাকবে না।

একটি নতুন পদক্ষেপ হিসেবে হৃতিক এবং তার বাবা রাকেশ রোশন সরাসরি স্টুডিওগুলোর সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন। সিনেমাটি এখন তাদের ব্যানার ফিল্মক্রাফ্টের অধীনে নির্মাণ করা হবে। সঙ্গে থাকবে একটি শীর্ষস্থানীয় স্টুডিও।

এদিকে জানা গেল সিনেমার পরিচালক করণ মালহোত্রাও প্রকল্পটি থেকে সরে যাচ্ছেন। কারণ তিনি সিদ্ধার্থ আনন্দের দ্বারা নিয়োগপ্রাপ্ত ছিলেন। এখন নতুন একটি টিম তৈরি করতে যাচ্ছেন হৃত্বিক।

এলআইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।