রাষ্ট্রপতির স্টাইলেই তৈরি হয় সালমানের লুক

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯:২৯ পিএম, ২১ জুন ২০২৫

২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত সালমান খানের চলচ্চিত্র ‘তেরে নাম’ শুধু গল্পের কারণে নয়, সালমানের দীর্ঘ চুলের লুকের কারণেও জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিল। সময়ের কালের সেই লুক তরুণ প্রজন্মের মধ্যে সৃষ্টি করেছিল নতুন এক ট্রেন্ড। তবে এতদিন পর এসে জানা গেল সেই ‘আইকনিক’ লুকের পেছনের অজানা কাহিনি।

এর সূত্রে জড়িয়ে আছেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম!

‘দ্য গ্রেট ইন্ডিয়ান কাপিল শো’-এর তৃতীয় মৌসুমের প্রথম পর্বে এসে সালমান খান নিজেই ফাঁস করলেন এই বিস্ময়কর তথ্য।

সালমান বলেন, ‘‘তেরে নাম’ ছবির যেই লুকটা ছিল, সেটা আসলে আব্দুল কালাম স্যারের থেকে অনুপ্রাণিত। ওই সময় আমি দেখেছিলাম উনার লম্বা চুল, আর সেটা আমার মনে গেঁথে যায়। একই সময় রাহুল রায়েরও একইরকম একটা হেয়ারস্টাইল ছিল। সেখান থেকেও এই লুকটা মাথায় আসে।’

রাষ্ট্রপতির স্টাইলেই তৈরি হয় সালমানের লুক

তিনি আরও যোগ করেন, ‘আমি ভাবলাম, ছোট শহরের যে নায়করা থাকে তাদের চুল সাধারণত লম্বা হয়। আগের দিনের হিরোরাও লম্বা চুল রাখতেন। সেই ভাবনা থেকেই চরিত্রের চুলের এমন রূপ দিয়েছিলাম।’

সালমানের এই স্বীকারোক্তিতে অনুষ্ঠানমঞ্চে উপস্থিত দর্শক ও সঞ্চালক কাপিল শর্মা কিছুক্ষণের জন্য হতবাক হয়ে যান। পরে অবশ্য পুরো স্টুডিও জুড়ে হেসে ওঠে সবাই।

সালমানের মুখে এই অজানা তথ্য প্রথমবার শোনার পর দর্শকেরা যেমন চমকে গেছেন তেমনি প্রশংসাও করছেন তার চিন্তাভাবনার। এক রোমান্টিক ট্র্যাজেডি ছবির চরিত্রের সাজে এমন একজন বিজ্ঞানীর প্রভাব, এটা যে ভিন্ন মাত্রা যোগ করেছে সেই সিনেমার প্রতি দর্শকের দৃষ্টিভঙ্গিতে তা বলাই বাহুল্য।

এলআইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।