ভারতীয় দর্শকের নোংরামি, যুক্তরাজ্যে বন্ধ হলো সিনেমা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩:৪২ পিএম, ২৮ জুলাই ২০২৫

তেলেগু সুপারস্টার পবন কল্যাণ অভিনীত নতুন ছবি ‘হারি হারা ভেরা মাল্লু’ নিয়ে দর্শকের আগ্রহ ছিল তুঙ্গে। কিন্তু যুক্তরাজ্যে ছবির এক প্রদর্শনী পরিণত হলো চরম বিশৃঙ্খলায়। ভারতীয় দর্শকদের ‘উৎসবমুখর’ উচ্ছৃঙ্খল আচরণে হল নোংরা হয়ে পড়ায় সিনেমা বন্ধ করে দিতে বাধ্য হলো কর্তৃপক্ষ।

ঘটনাটি ঘটে যুক্তরাজ্যের একটি জনপ্রিয় সিনেমা হলে। সেখানে ছবির শুরুর পর থেকেই একদল ভারতীয় দর্শক রঙিন কাগজ ছড়িয়ে ওড়াতে শুরু করেন। দেশীয় সিনেমার জন্য ভারতের কিছু অঞ্চলে এরকম ‘সেলিব্রেশন কালচার’ থাকলেও বিদেশি সিনেমা হলে এমন আচরণ একেবারেই অপ্রত্যাশিত। দ্রুতই হলের মেঝে, সিট, করিডোরসহ বিভিন্ন জায়গা রঙিন কাগজে নোংরা ও এলোমেলো হয়ে যায়।

এ অবস্থায় সিনেমা হলের কর্মীরা দর্শকদের আচরণ নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন। একজন কর্মীকে ভিডিওতে বলতে শোনা যায়, ‘এটা কী ধরনের ব্যবহার? হলে সিনেমা দেখতে আসবেন, তারপর এমন জিনিস ছড়িয়ে রেখে যাবেন? এটা তো মানুষসুলভ আচরণ না!’

দর্শক ও কর্মীদের মধ্যে কিছুক্ষণ বাদানুবাদও হয়, যা এখন সামাজিক মাধ্যমে ভাইরাল।

হল কর্তৃপক্ষ হল পরিচ্ছন্নতা ও অন্য দর্শকদের স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনায় রেখে মাঝপথেই সিনেমা প্রদর্শন বন্ধ করে দেয়।

ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই বলেন, ভারতে এরকম উদযাপন হয়তো স্বাভাবিক কিন্তু বিদেশে গিয়ে স্থানীয় নিয়ম-কানুন না মেনে এভাবে আচরণ করা লজ্জাজনক ও দায়িত্বজ্ঞানহীন। কেউ কেউ অবশ্য হল কর্তৃপক্ষের রূঢ়তা নিয়েও প্রশ্ন তুলেছেন।

‘হারি হারা ভেরা মাল্লু’ সিনেমাটি ২৪ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পায়। মুক্তির দুই দিনেই বিশ্বজুড়ে আয় করেছে প্রায় ৭৭ কোটি রুপি। সপ্তদশ শতকের পটভূমিতে নির্মিত এই সিনেমায় এক বিদ্রোহীর গল্প তুলে ধরা হয়েছে। সেই বিদ্রোহী সাধারণ মানুষের পক্ষে দাঁড়িয়ে অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে। ছবিতে পবন কল্যাণের পাশাপাশি অভিনয় করেছেন ববি দেওল, নিধি আগারওয়াল, নার্গিস ফাখরি, নোরা ফাতেহি ও যিশু সেনগুপ্ত।

তবে এমন অপ্রীতিকর ঘটনার কারণে সিনেমার আন্তর্জাতিক প্রচারে কিছুটা নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকেরা।

এলআইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।