ক্যাটরিনার রূপচর্চার গোপন রহস্য

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯:০৯ পিএম, ২৯ জুলাই ২০২৫

চকচকে, দীপ্তিময় কাঁচের মতো মসৃণ ত্বকের জন্য ক্যাটরিনা কাইফ বরাবরই প্রশংসিত। ‘ধুম ৩’ খ্যাত এই বলিউড তারকার সৌন্দর্যের রহস্য জানতে আগ্রহী অনেকেই। অনেক দামি প্রসাধনী ব্যবহার করেও যারা ত্বকে কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না তাদের জন্য দারুণ এক সহজ পদ্ধতির কথা জানিয়েছেন ক্যাটরিনা।

ক্যাটরিনার মতে, বরফজলে মুখ ডুবিয়ে রাখলে মুখের ফোলা ভাব চলে যায়। রক্ত সঞ্চালন বাড়ে এবং ত্বক হয়ে ওঠে টানটান ও দীপ্তিময়। এছাড়া এই পদ্ধতি ব্রণের সমস্যা কমাতেও সাহায্য করে।

২০১৭ সালে নিজের একটি ভিডিওতে ক্যাটরিনা এই পদ্ধতির কথা শেয়ার করেছিলেন। ভিডিওতে দেখা যায়, তিনি একটি পাত্রে বরফজল ভরে তাতে নিজের মুখ ডুবিয়ে রাখছেন। সেই ভিডিওতে ক্যাটরিনা মজা করে এটিকে ‘নিজস্ব বরফ বালতি চ্যালেঞ্জ’ বলে উল্লেখ করেছিলেন। ক্যাপশনে লিখেছিলেন, ‘রবিবার কাজের দিনে নিজেকে জাগিয়ে তোলার সেরা উপায়।’

তবে ক্যাটরিনা কেবল বরফজলেই থেমে থাকেন না। নিয়মিত গুয়া শা পাথর ব্যবহার করেন, যা ত্বকে রক্ত চলাচল বাড়াতে ও মুখের কোষে অক্সিজেন সরবরাহে সহায়তা করে।

ক্যাটরিনার ঘনিষ্ঠ বান্ধবী ও বলিউড অভিনেত্রী আলিয়া ভাট-ও একই কোরিয়ান রূপচর্চা অনুসরণ করেন। এক সাক্ষাৎকারে আলিয়া বলেন, ‘আমি মুখ বরফজলে ডুবিয়ে রাখি, তারপর যখন উঠি, মনে হয় রক্ত যেন মুখে ছুটে এসেছে। ত্বক হয় গোলাপি ও সতেজ। দিন শুরু করার এর চেয়ে ভালো উপায় আর হয় না।’

এই রূপচর্চা ঘরেই করবেন যেভাবে
১. একটি বড় পাত্রে ফ্রিজের ঠান্ডা পানি নিন
২. তার মধ্যে কিছু বরফ যোগ করুন
৩. এবার মুখ সেই জলে কয়েক সেকেন্ডের জন্য ডুবিয়ে রাখুন
৪. এমনটি দিনে ২–৩ বার করুন
৫. মুখ মুছে একটি তোয়ালে দিয়ে আলতো করে শুকিয়ে নিন

এলআইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।