এবার করোনা জয় করলেন অভিষেক বচ্চন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ০৮ আগস্ট ২০২০

করোনামুক্ত হলেন অভিষেক বচ্চন। শনিবার (৮ আগস্ট) দুপুরে টুইট একাউন্টে এ খবর জানিয়েছেন অভিষেক নিজেই।

তিনি টুইটে লেখেন, ‘আজ দুপুরে আমার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। আমি বলেছিলাম তোমাদের আমি করোনাকে হারিয়ে দেব। আমি পেরেছি। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ প্রার্থনার জন্য। আমার এবং আমার পুরো পরিবারের জন্য তোমরা ভালোবাসা দিয়েছ।’

হাসপাতালের চিকিৎসক এবং নার্সদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন এই অভিনেতা।

এর আগে গত ১১ জুলাই করোনা আক্রান্ত হয়ে মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে ভর্তি হয়েছিলেন অমিতাভ বচ্চন। তার কয়েক ঘণ্টা পরই করোনা নিয়ে হাসপাতালে যান অভিষেক। পরদিন করোনা রিপোর্ট পজিটিভ আসে ঐশ্বরিয়া রাই ও তার মেয়ে আরাধ্যারও। প্রথমে বাড়িতে বসে চিকিৎসা নিলেও শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাদের দুজনকেও হাসপাতালে আনা হয়।

এরই মধ্যে করোনা জয় করে ঘরে ফিরেছেন ঐশ্বরিয়া, আরাধ্যা ও অমিতাভ। এবার করোনা থেকে মুক্ত হয়ে বাড়ি যাচ্ছেন অভিষেকও।

এলএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।