করোনায় আক্রান্ত তামিল সুপারস্টার রাম চরণ
অডিও শুনুন
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের সুপারস্টার অভিনেতা রাম চরণ। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জনপ্রিয় এই অভিনেতার দেয়া পোস্টের বরাত দিয়ে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিষয়টি জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
তিনি জানিয়েছেন, তার শরীরে কোনো ধরনের লক্ষণ নেই এবং তিনি বাড়িতেই কোয়ারেন্টাইনে আছেন। একইসঙ্গে, গত কয়েকদিনে তার সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইনে যাওয়ারও পরামর্শ দিয়েছেন রাম চরণ।
রাম চরণ লিখেছেন, ‘আমার কোভিড-১৯ টেস্টের ফলাফল পজিটিভ এসেছে। কোনো লক্ষণ নেই এবং আমি বাড়িতেই কোয়ারেন্টাইনে আছি। আশা করি শিগগিরই আরও শক্তি সঞ্চয় করে ফিরে আসব।’
গত মাসে রাম চরণের বাবা অভিনেতা চিরাঞ্জিভিও করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন। পরে অবশ্য জানা যায়, পরীক্ষায় ত্রুটির কারণে তার ফলাফল ‘পজিটিভ’ এলেও তিনি আসলে আক্রান্ত হননি।
এসএস/জেআইএম