ইউটিউবার ক্যারিমিনাতি এবার বলিউডে

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬:৩৩ পিএম, ২১ মার্চ ২০২১

ভারতের অন্যতম জনপ্রিয় ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার ক্যারিমিনাতির কথা তো সবার জানা। ভারত তথা বাংলাদেশেও রয়েছে তার অনেক ভক্ত। পুরো দুনিয়ার তিন কোটির বেশি মানুষ ফলো করেন তাকে। ২১ বছর বয়সী এই তরুণ এবার গান দিয়ে তার নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে বলিউডের রঙিন পর্দায়।

অভিষেক বচ্চন এবং ইলিয়ানা ডি ক্রুজের নতুন সিনেমা ‌‘দ্য বিগ বুল’-এর টাইটেল গানে কণ্ঠ দিতে যাচ্ছেন তিনি।

এ সিনেমার গানের জন্য উইলি ফ্রেঞ্জির রচিত ক্যারিমিনাতির র‍্যাপ সিঙ্গল ‘ইয়ালগার’- এর পুনঃপ্রকাশ করবেন এই জনপ্রিয় ইউটিউবার।

অভিষেক বচ্চন এবং ইলিয়ানা ডি ক্রুজ ছাড়াও এই সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন নিকিতা দত্ত ও সোহমে। ছবিটি পরিচালনা করছেন কুকি গুলতি এবং প্রযোজনায় রয়েছেন অজয় দেবগন।

ক্যারিমিনাতির আসল নাম অজয় নাগর। এটা তার ফলোয়ারদের কাছে অজানা নয়। সিনেমাটিতে তার এই গান নিয়ে তিনি এক বিবৃতিতে জানান, ‘আমি এই সিনেমায় অন্তর্ভুক্ত হতে পেরে চাচাতো ভাই দিপক চরের প্রতি কৃতজ্ঞ। প্রচুর ভালবাসা এবং সমর্থন পাওয়ার প্রত্যাশায় কাজটি শুরু করতে চাই।

নতুন করে গানটি রিকম্পোজিশনে বেশ কিছু পরিবর্তন আনা হতে পেরে। আশা করছি ভক্তদের দারুণ কিছু দিতে পারবো।’

এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।