আইসোলেশনে নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১:৩০ পিএম, ৩১ ডিসেম্বর ২০২১

 

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড তারকা নোরা ফাতেহি। ২৮ ডিসেম্বর পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ। এরপর থেকে কোয়ারেন্টাইনে রয়েছেন। ভারতে মহামারি করোনার প্রকোপ গত সপ্তাহ থেকে বেড়েই চলেছে।

নোরা তার ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, ‘কোভিড বিধি মেনে এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি আইসোলেশনে রয়েছেন। আপাতত চিকিৎসকের পরামর্শ মেনেই চলছেন’।

‘করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই বিছানা থেকে একদমই উঠতে পারছেন না তিনি। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার এবং মাস্ক পরার পরামর্শ দিয়েছেন নোরা।

বুধবার অর্জুন কাপুর, খুশি কাপুর এবং অংশুলা কাপুরের করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে এসেছে। তার কয়েক দিন আগেই আক্রান্ত হয়েছিলেন কারিনা খান এবং অমৃতা অরোরা।

এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।