ঈদের দুই নাটকে মোশাররফ করিমের সঙ্গে ঊর্মী

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১৭ পিএম, ২৬ মার্চ ২০২৫

দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে ঈদের দুটি একক নাটকে কাজ করেছেন তরুণ অভিনেত্রী ঊর্মী আহমেদ। নাটক দুটি হলো ‘বউ ভাড়া হবে’ ‌ও ‘সানগ্লাস ফ্যামিলি’। দুই নাটকের একটি প্রচার হবে চ্যানেল আইতে অন্যটি আরটিভিতে।

মোশাররফ করিম তার ক্যারিয়ারে অসংখ্য অভিনেত্রীর বিপরীতে কাজ করেছেন। এর মধ্যে অনেক নতুন অভিনেত্রী তার সঙ্গে জুটি হয়ে পেয়েছেন আলোচনা ও প্রশংসা। সেই তালিকায় উঠলো এবার ঊর্মীর নাম। এই তরুণ তুর্কি বলেন, ‘এই নাটক দুটিতে সুযোগ দেওয়ার জন্য পরিচালক মো. জাকিউল ইসলাম রিপন ভাইয়ের কাছে কৃতজ্ঞ। মোশাররফ করিম ভাইয়ের মতো অভিনেতার সঙ্গে কাজ করতে পারা আমার জন্য ভাগ্যের ব্যাপার। অনেক কিছু শিখেছি, জেনেছি। আর তিনি খুব মিশুক। নতুনদের জন্য খুবই হেল্পফুল। এটা আমার দারুণ লেগেছে। মন দিয়ে দুটি নাটকের কাজ করেছি। আশা করছি দর্শকের ভালো লাগবে।’

বিটিভিতে মাহফুজা আক্তারের প্রযোজনায় কাজী নজরুল ইসলামের ‘মেঘবালিকা’ নাটকের মাধ্যমেই ছোটপর্দায় অভিষেক ঊর্মী আহমেদের। এরপর নাটকে নিয়মিতই অভিনয় করছেন। ঊর্মী অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে- লাভ এন্ড রিভেঞ্জ, মুক্তি, শুভযাত্রা, বাবার সম্বল, বাবা আর নেই, প্রবাসী ছেলের কোরবানি, বয়রা বউ শাশুড়ি, নিঃশ্বাস, অসহায় বউ, প্রবাসী তিন বউ, বৃষ্টি এলো প্রেম এলো অন্যতম।

রায়হান রাফীর ‘ফ্রাইডে’ চলচ্চিত্রে অভিনয় করাকে তিনি তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হিসেবে মনে করেন। এই মুহূর্তে অপেক্ষায় আছে তার ‘পিনিক’ সিনেমাটি।

এলআইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।