প্রতিবাদের মুখে চলচ্চিত্রে অনুদানের নতুন নিয়ম স্থগিত

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩০ পিএম, ২৬ এপ্রিল ২০২৫

সিনেমায় সরকারি অনুদান প্রাপ্তির জন্য প্রস্তাবিত বাজেটের ১০ শতাংশ ব্যাংক হিসাবে জমা রাখার নিয়ম করেছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। চলচ্চিত্রকর্মীদের প্রতিবাদের মুখে সেই নিয়মটি স্থগিত করা হয়েছে। গেল ২৩ এপ্রিল জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

এর আগে ২৭ ফেব্রুয়ারি প্রকাশিত নীতিমালার ৬.৫ ধারায় বলা হয়েছিল, অনুদানের আবেদনকারীদের প্রস্তাবিত বাজেটের অন্তত ১০ শতাংশ অর্থ ব্যাংকে জমা থাকার প্রত্যয়নপত্র দাখিল করতে হবে। তবে ২১ এপ্রিল ১১৯ জন চলচ্চিত্র নির্মাতা ও কর্মী এই শর্তের বিরুদ্ধে যৌথ বিবৃতি দিয়ে জানালে নিয়মতি বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিবৃতিতে চলচ্চিত্রকর্মীরা দাবি করেন, নবীন ও প্রান্তিক নির্মাতাদের জন্য ব্যাংকে টাকা জমা রাখার শর্ত পূরণ করা প্রায় অসম্ভব। তারা আশঙ্কা প্রকাশ করেন, এতে প্রতিভাবান নির্মাতারা আর্থিক সংকটে অনুদানের আবেদন থেকেই পিছিয়ে পড়বেন।

নির্মাতাদের উদ্বেগের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় তাদের অবস্থান পরিবর্তন করে। সিনিয়র সহকারী সচিব মোছা. শারমিন আখতারের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, অনুদানের আবেদনে প্রযোজকের আর্থিক সক্ষমতার প্রমাণপত্র (প্রস্তাবিত বাজেটের ১০ শতাংশ ব্যাংকে জমা থাকার সনদ) দাখিলের প্রয়োজন নেই। তবে নীতিমালার অন্যান্য শর্ত বহাল থাকবে।

একই সঙ্গে চলচ্চিত্র অনুদানের জন্য কাহিনি ও চিত্রনাট্য জমা দেওয়ার সময়সীমাও বাড়ানো হয়েছে। পূর্বঘোষিত ২২ এপ্রিলের পরিবর্তে এখন ২৭ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে।

২০২৪-২৫ অর্থবছরে সর্বমোট ৩২টি চলচ্চিত্রকে সরকারি অনুদান দেওয়া হবে, যার মধ্যে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ১২টি এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ২০টি।

এলআইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।