অভিনেত্রী তটিনী আহত

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪৮ পিএম, ১১ মে ২০২৫
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী/ ফাইল ছবি

বতর্মানে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। কয়েক দিন ধরে তিনি চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে ঈদুল আজহার নতুন নাটকের শুটিংয়ে অংশ নিচ্ছেন। আর সেখানেই ঘটলো দুর্ঘটনা। রোববার (১১ মে) ৭টার দিকে শুটিং চলাকালীন লাইটস্ট্যান্ড পড়ে মাথায় গুরুতর চোট পান অভিনেত্রী। গণমাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন তারই সহশিল্পী তৌসিফ মাহবুব।

জানা গেছে, চট্টগ্রামের লেডিস ক্লাবের পাশে এক বাংলোতে নির্মাতা হাসিব হোসাইন রাখির ‘মন মঞ্জিলে’ নামের একটি নাটকের শুটিং করছিলেন তটিনী ও তৌসিফ। এরপর তাকে দ্রুত পাশে অবস্থিত ম্যাক্স হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসক জানিয়েছে, যেহেতু মাথায় চোট লেগেছে, এখন সম্পূর্ণ বিশ্রাম প্রয়োজন। তারা পর্যবেক্ষণে রেখেছেন। কথা বলতে নিষেধ করেছেন তাকে।

বিজ্ঞাপন দিয়ে মিডিয়াতে কাজ করা শুরু করেন তটিনী। ছোট পর্দায় কয়েকটি নাটক করেই তিনি দর্শক গ্রহণযোগ্যতা অর্জন করেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে ‘বহিরাগত’, ‘সময় সব জানে’, ‘নির্বাসিতা’, ‘সুহাসিনী’, ‘হঠাৎ বৃষ্টি’, ‘সুইট কাপল’, ‘ও আমায় ভালোবাসেনি’, ‘বাঁচিবার হলো তার সাধ’, ‘অবশেষে’, ‘দূরত্ব’, ‘টাকার নেশা’, ‘চাঁটগাইয়া হেডম’, ‘শর্টকাট লাভ স্টোরি’, ‘শেষ ঘুম’, ‘লাস্ট নাইট’, ‘অগ্নিগিরি’ ইত্যাদি।

এমআই/এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।