ইউটিউবে শরীফুল রাজের সিনেমা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৩ পিএম, ২৩ মে ২০২৫
‘ওমর’সিনেমার পোস্টার

বড়পর্দা, ওটিটি ও টেলিভিশন চ্যানেলে সব বয়সী দর্শকদের প্রশংসা কুড়িয়েছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ওমর’। গতকাল (২২ মে) দুপুর ১২টায় ‘সিনেমাওয়ালা’ ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে সিনেমাটি। এর আগে সিনেমাটি দেশে এবং প্রবাসে, বিশেষ করে আমেরিকা ও কানাডায় প্রশংসা কুড়িয়েছে।

২০২৪ সালের ঈদুল ফিতরে (২৬ এপ্রিল) প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ওমর থ্রিলার, টুইস্ট ও হালকা কমেডিতে ভরপুর! এই গল্পের শুরুতেই ঘটে একটি খুন-প্রতাপশালী বড় মির্জার ছেলে ছোট মির্জা খুন হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিল দুই ব্যক্তি: ওমর ও বদি। খুনের দায় নিয়ে একজন আরেকজনকে দোষারোপ করে।

শরীফুল রাজ সিনেমার কেন্দ্রীয় চরিত্র ওমরের ভূমিকায় অভিনয় করেছেন। বদির চরিত্রে আছেন নাসির উদ্দিন খান। অন্যান্য চরিত্রে রয়েছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, এরফান মৃধা শিবলু, আবু হুরায়রা তানভীর, নাফিস আহমেদ, রোজি সিদ্দিকী, তানজিলা হক মাইশা ও আইমন সিমলা। একটি গানে অতিথি শিল্পী হিসেবে নেচেছেন ভারতের দর্শনা বণিক। চলচ্চিত্রটির নাম দিয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। প্রয়াত কথাশিল্পী ও নির্মাতা হুমায়ূন আহমেদ এবং চিত্রনায়ক মান্নাকে উৎসর্গ করা হয়ে এই প্রজেক্ট।

ওমর প্রযোজনা করেছেন খোরশেদ আলম, মাস্টার কমিউনিকেশন্সের ব্যানারে। চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ, ক্যামেরায় ছিলেন রাজু রাজ। শিল্প নির্দেশনা করেছেন সামুরাই মারুফ।

সিনেমাটি গান গেয়েছেন কণা, আরফিন রুমি, অনিমেষ রায় এবং ভারতের ঈশান মিত্র। গান লিখেছেন রাসেল মাহমুদ, জনি হক, সোমেশ্বর অলি ও অমিত চ্যাটার্জি। সুর ও সংগীত পরিচালনায় ছিলেন নাভেদ পারভেজ, অমিত চ্যাটার্জি ও ভারতের স্যাভি।

এমআই/এমএমএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।