মঞ্চে আসছে প্রাচ্যনাটের ‘ব্যতিক্রম এবং নিয়ম’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ১৭ জুলাই ২০২৫

জার্মান নাট্যকার বার্টল্ট ব্রেখটের বিখ্যাত নাটক ‘দ্য এক্সসেপশান এন্ড দ্য রুল’ এবার ঢাকার মঞ্চে আসছে নতুন অনুবাদ ও ব্যাখ্যায়। নাটকটির বাংলা রূপ ‘ব্যতিক্রম এবং নিয়ম’ শিরোনামে মঞ্চে আনছে প্রাচ্যনাট। নাটকটি অনুবাদ করেছেন শহীদুল মামুন এবং নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম।

১৮ জুলাই সন্ধ্যা ৭টায় রাজধানীর শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হবে। পরদিন ১৯ জুলাই একই সময় ও স্থানে হবে দ্বিতীয় মঞ্চায়ন। নাটকটির পৃষ্ঠপোষকতায় রয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।

নাটকের গল্প আবর্তিত হয়েছে এক বণিক, তার গাইড এবং কুলিকে নিয়ে। তারা এক অভিযানে বের হয় বাহারস্থানের পথে। অভিযানের লক্ষ্য তেল খুঁজে পাওয়া। কিন্তু পথ যত এগোয়, তত বাড়তে থাকে সন্দেহ, প্রতিযোগিতা আর অবিশ্বাস। একপর্যায়ে গাইডকে তাড়িয়ে দেয় বণিক। কুলির ওপর তার নির্যাতনও বাড়ে। পানি শেষ হয়ে গেলে কুলি যখন সাহায্যের জন্য এগিয়ে আসে, বণিক ভুলবশত ভেবে নেয় কুলি তাকে পাথর ছুঁড়ে মারতে যাচ্ছে। ভয় ও শঙ্কায় বণিক গুলি করে হত্যা করে কুলিকে।

এরপর আদালতে বিচার হয়। বিচারকরা রায় দেন বণিকের পক্ষে। কারণ সে ‘ভয়ের বশে’ কাজটি করেছে। নাটকটি স্পষ্ট করে তোলে, আইনের শাসন কেবল এক শ্রেণির স্বার্থ রক্ষায় ব্যবহৃত হয়। ন্যায়বিচারের নামে বৈষম্যকে প্রশ্রয় দেওয়া হয়।

নির্দেশক আজাদ আবুল কালাম বলেন, ‘নাটকটি মূলত একেবারেই রাজনৈতিক। ২০২৪ সালের আন্দোলনে আমরা বৈষম্যহীন সমাজ, ন্যায়বিচার ও আইনের শাসনের যে প্রত্যাশা দেখেছি এই নাটকে সেই একই জনআকাঙ্ক্ষা উঠে আসে। আজকের প্রেক্ষাপটে নাটকটির আবেদন আরও গভীর।’

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, শাখাওয়াত হোসেন রিজভী এবং প্রাচ্যনাটের একদল নতুন মুখ।

সেট ডিজাইন করেছেন মো. সাইফুল ইসলাম, সংগীত পরিচালনায় রয়েছেন নীল কামরুল। কোরিওগ্রাফি করেছেন শান্তা শাহরীন এবং কস্টিউম ডিজাইন করেছেন বিলকিস জাহান জেবা।

এলআইএ/এমএমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।