পিকে সিনেমা তদন্তের নির্দেশ


প্রকাশিত: ০৭:৪৭ এএম, ৩১ ডিসেম্বর ২০১৪

বলিউড ব্লকবাস্টার আমির খানের পিকে নিয়ে ভারত জুড়ে তোলপাড় চলছেই। আলোচনা যেমন, তেমনি সমালোচনাও কম হচ্ছে না। পিকে`র বিরোধীতাকারীরা এখন হয়ত আরও জোরেশোরে প্রতিবাদ জানাবেন। কারণ বিজেপি নেতৃত্বাধীন মহারাষ্ট্র রাজ্য সরকার আমির খান অভিনীত পিকে`র বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার বেশ কয়েকটি মৌলবাদী হিন্দু সংগঠনের অভিযোগেরএ নির্দেশ দেয় রাজ্য সরকার।

রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রাম শিন্দে বলেন, `সিনেমাটির বিরুদ্ধে অভিযোগ আসায় আমাদের পদক্ষেপ নিতে হয়েছে। সেন্সর বোর্ড সিনেমাটিকে মুক্তি দিয়েছে। এ বিষয়ে আমরা সচেতন। তবে দায়িত্বশীল সরকার হিসেবে বিষয়টি তদন্ত করে দেখা আমাদের দায়িত্ব।`

স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশের বিশেষ মহাপরিদর্শক (আইনশৃঙ্খলা) দেবেন ভারতিকে সিনেমাটির বিষয়ে তদন্ত করতে সরকারকে জানানোর নির্দেশ দিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।