সালমানের জন্য ট্রেনে চড়ে দিল্লি থেকে পালালো তিন শিশু

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫:১৯ পিএম, ৩০ জুলাই ২০২৫

সালমান খান মানেই তুমুল জনপ্রিয়তা। তার ভক্তদের উন্মাদনা নিয়েও নতুন কিছু বলার নেই। এবার সেই উন্মাদনারই একটি চমকে দেওয়া নজির সামনে এসেছে। দিল্লির সদর বাজার এলাকার একটি স্কুলের তিন ছাত্র হঠাৎই বাড়ি ছেড়ে পালিয়ে যায়। তাদের বয়স মাত্র ৯, ১১ ও ১৩ বছর। উদ্দেশ্য, প্রিয় নায়ক সালমান খানের সঙ্গে দেখা করা!

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, এই তিন স্কুলছাত্র ২৫ জুলাই গোপনে নিজেদের মধ্যে পরিকল্পনা করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তারা একটি হাতেলেখা চিঠি রেখে যায় পরিবারের জন্য, যাতে লেখা ছিল তারা মহারাষ্ট্রের জলনায় থাকা ওয়াহিদ নামে এক ব্যক্তির সঙ্গে দেখা করতে যাচ্ছে। কারণ ওয়াহিদ নাকি আগে সালমান খানের সঙ্গে দেখা করেছেন এবং ছেলেদের সেই সুযোগ করে দেওয়ার আশ্বাসও দেন।

জানা গেছে, এই তিন কিশোরের সঙ্গে ওয়াহিদের পরিচয় হয়েছিল একটি অনলাইন গেমিং প্ল্যাটফর্মে। সেখানেই ওয়াহিদ দাবি করেন, তিনি সালমান খানের সঙ্গে দেখা করেছেন এবং চাইলে তিন ছেলেকেও তার সঙ্গে দেখা করিয়ে দিতে পারেন। এতে বিশ্বাস করে শিশুরা পরিকল্পনা করে জলনা হয়ে মুম্বাই যাওয়ার। সেখানে তারা ভাবছিল সালমান খানের সঙ্গে দেখা হবে।

তিন কিশোর নিখোঁজ হওয়ার পরপরই তাদের পরিবার দিল্লি পুলিশের কাছে মিসিং রিপোর্ট করে। তদন্তে নেমে পুলিশ ওই চিঠির সূত্র ধরে জানতে পারে, তারা সম্ভবত সচখন্ড এক্সপ্রেসে চড়ে মহারাষ্ট্রের দিকে রওনা দিয়েছে।

পুলিশের তৎপরতা টের পেয়ে ওয়াহিদ মাঝপথে ছেলেদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। এতে ছেলেরা বিপাকে পড়ে এবং নাসিক রেলস্টেশনে ট্রেন থেকে নেমে যায়। পরে একটি সংক্ষিপ্ত ফোনকলের সূত্র ধরে পুলিশ তাদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়।

অবশেষে মঙ্গলবার (৩০ জুলাই) নাসিক রেলস্টেশন থেকে তিন শিশুকে সুস্থ ও নিরাপদ অবস্থায় উদ্ধার করে পুলিশ। যদিও ওয়াহিদকে এখনও খুঁজে পাওয়া যায়নি। তবে তার বিরুদ্ধে তদন্ত চলছে।

এলআইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।