অবশেষে মুক্তি পাচ্ছে অমৃতার গেইম


প্রকাশিত: ০২:২৫ এএম, ০২ জানুয়ারি ২০১৫

অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে আজ বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে চিত্রনায়িকা অমৃতা খানের। শুক্রবার ঢাকাসহ সারা দেশে বিভিন্ন সিনেমা হলে মুক্তি পাচ্ছে তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘গেইম’। এর আগে গত বছর চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার কথা থাকলেও ব্যবসায়িক লাভ-ক্ষতির কথা চিন্তা করে তা হয় নি।

অবশেষে এটি বছরের প্রথম চলচ্চিত্র হিসেবে মুক্তি পাচ্ছে। ছবিটি পরিচালনা করেছেন রয়েল অনিক। অমৃতা খান বলেন, ২০১৫ সাল আমার জন্য সৌভাগ্য বয়ে আনবে- এমনটাই আশা করছি আমি। বছরের প্রথম চলচ্চিত্র আমার অভিনীত, বিষয়টা আমার নিজের ভেতর দারুণ ভাল লাগার জন্ম দিয়েছে। সবার সহযোগিতায় দর্শকের ভালবাসা নিয়ে চলচ্চিত্রে নিজেকে একজন গুণী অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। আশা করি চলচ্চিত্র পরিবারের সবাই আমার পাশে থাকবেন।  

‘গেইম’ চলচ্চিত্রের কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন  জাকারিয়া শৌখিন। এদিকে অমৃতা খান এই মুহূর্তে আরও যে চলচ্চিত্রগুলোয় কাজ করছেন সেগুলো হচ্ছে- ইস্পাহানী আরিফ জাহানের ‘গুণ্ডা দ্য টেরোরিস্ট’, ওয়াজেদ আলী সুমনের ‘পাগলা দিওয়ানা’, রাজু আহম্মেদের ‘অসম প্রেম’। এছাড়া নতুন বছরের শুরুতেই মারুফ খান রিজভীর পরিচালনায় ‘মিশন আফ্রিকা’ নামের আরেকটি চলচ্চিত্রে কাজ করার কথা রয়েছে তার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।