অর্ণবের কণ্ঠে পদ্ম পাতার জল
চলচ্চিত্রের গানে মাঝে মধ্যেই পাওয়া যায় অর্ণবের কণ্ঠ। এবার এ শিল্পী কাজ করেছেন তন্ময় তানসেনের পরিচালনায় `পদ্ম পাতার জল`-এ। আর এতে তিনি গেয়েছেন কবি জীবনানন্দ দাশের কবিতা থেকে তৈরি গানে। `পদ্ম পাতার জল` শিরোনামের গানটির সুর-সংগীতের কাজটি করেছেন অর্ণব নিজে।
অর্ণব বলেন, বেশ কিছুদিন আগে এ গানটির কাজ করেছি। জীবনানন্দের কবিতার সঙ্গে কিছু কথা যোগ করেছেন গীতিকার লতিফুল ইসলাম শিবলী। বেশ আলাদা ছিল এটির কাজ।
`পদ্ম পাতার জল` ছবির পরিচালক তন্ময় বলেন, গত বছর এ গানটির কাজ করা হয়। সংগীতায়োজন, কবিতা ও গানের কথার মিশেলে ভিন্ন একটা স্বাদ পাবেন দর্শকরা।
অর্ণব এই ছবির আগে মোস্তফা সরয়ার ফারুকীর ‘টেলিভিশন’ ছবিতে গান গেয়েছেন। আর ইফতেখার আহমেদ ফাহমির নির্মাণাধীন ‘টু বি কন্টিনিউড’ চলচ্চিত্রেও একটি গান রয়েছে এই গায়ক, সুরকার ও সংগীত পরিচালকের।