মমতাজের মিউজিয়াম
নিজের হারানো স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে একটি মিউজিয়াম নির্মাণ করছেন ফোকসম্রাজ্ঞী মমতাজ। এতে মমতাজের ব্যবহৃত বাদ্যযন্ত্র, শৈশবের স্মৃতিমাখা আসবাবপত্র, নিজের গানের স্বরলিপি, বিভিন্ন পুরস্কার, বাবা মধু বয়াতির ব্যবহৃত পোশাক-পরিচ্ছদসহ ইত্যাদি স্থান পাবে।
এ প্রসঙ্গে মমতাজ বলেন, `একজন সাধারণ মমতাজ থেকে আজকের মমতাজ হয়ে ওঠার পেছনে নানা রকম স্মৃতি জড়িয়ে আছে। পুরনো দিনগুলোর স্মৃতি সংরক্ষণের জন্য মিউজিয়ামটি গড়ে তুলছি। এছাড়া এতে বাউল-সাধকদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হবে, যাতে মিউজিয়ামটি ঘিরে বাউলশিল্পীদের মিলনমেলা তৈরি হয়। মিউজিয়ামটির বেশিরভাগ কাজ শেষ হয়েছে। বাকি কাজ দু-তিন মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। চলতি বছরই এর উদ্বোধন করব।`