মাকে নিয়ে ফাহমিদার নতুন গান


প্রকাশিত: ০৪:৩৬ এএম, ১০ জানুয়ারি ২০১৫

`মা আর সন্তানের কী যে মধুর টান/যতই থাকুক রাগ অভিযোগ মান অভিমান` এমন কথায় নতুন একটি গান করেছেন ফাহমিদা নবী। গানটি লিখেছেন এবং সুর-সংগীতায়োজন করেছেন অটামনাল মুন।

বৃহস্পতিবার রাতে আরটিভির `আমি আর মা` অনুষ্ঠানের গ্র্যান্ড ফিনালেতে গানটি পরিবেশন করেন ফাহমিদা। ফাহমিদা নবী বলেন, `মাকে নিয়ে এর আগেও গান করেছি। এবারের গানটি একেবারেই ব্যতিক্রম। মা আর সন্তানের মধ্যকার ছোট ছোট গল্প তুলে ধরা হয়েছে। গানের কথাগুলো সহজ ও সাবলীল।`

মূলত বিশ্ব মা দিবস সামনে রেখেই তাঁর গানটি করা। আসছে বিশ্ব মা দিবসে গানটির মিউজিক ভিডিও নির্মাণ করবেন তিনি। নিজের নতুন একক অ্যালবামের পাশাপাশি ভারতীয় শিল্পী রূপঙ্করের সঙ্গে `নীল ঝিনুকের খাম` নামের একটি দ্বৈত অ্যালবাম করছেন ফাহমিদা নবী। রূপঙ্করের সুরে গানের কথা লিখছেন জুলফিকার রাসেল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।