মাকে নিয়ে ফাহমিদার নতুন গান
`মা আর সন্তানের কী যে মধুর টান/যতই থাকুক রাগ অভিযোগ মান অভিমান` এমন কথায় নতুন একটি গান করেছেন ফাহমিদা নবী। গানটি লিখেছেন এবং সুর-সংগীতায়োজন করেছেন অটামনাল মুন।
বৃহস্পতিবার রাতে আরটিভির `আমি আর মা` অনুষ্ঠানের গ্র্যান্ড ফিনালেতে গানটি পরিবেশন করেন ফাহমিদা। ফাহমিদা নবী বলেন, `মাকে নিয়ে এর আগেও গান করেছি। এবারের গানটি একেবারেই ব্যতিক্রম। মা আর সন্তানের মধ্যকার ছোট ছোট গল্প তুলে ধরা হয়েছে। গানের কথাগুলো সহজ ও সাবলীল।`
মূলত বিশ্ব মা দিবস সামনে রেখেই তাঁর গানটি করা। আসছে বিশ্ব মা দিবসে গানটির মিউজিক ভিডিও নির্মাণ করবেন তিনি। নিজের নতুন একক অ্যালবামের পাশাপাশি ভারতীয় শিল্পী রূপঙ্করের সঙ্গে `নীল ঝিনুকের খাম` নামের একটি দ্বৈত অ্যালবাম করছেন ফাহমিদা নবী। রূপঙ্করের সুরে গানের কথা লিখছেন জুলফিকার রাসেল।