একসঙ্গে অপূর্ব-শখ


প্রকাশিত: ০২:৩৮ এএম, ১৩ জানুয়ারি ২০১৫

এর আগে দুটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন অপূর্ব ও শখ। সাখাওয়াৎ মানিকের ‘মুহূর্তগুলো অন্যরকম হয়’ নামের একটি নাটকের মাধ্যমে আবারও তারা একত্রিত হলেন। নাটকটি রচনা করেছেন সেতু আরিফ।

সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকের শুটিং সম্পন্ন হয়েছে। শখের সঙ্গে ফের অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘খুব বেশি কাজ করিনি শখের সঙ্গে। তবে হাতেগোনা যে ক’টি কাজ করেছি সবই উপভোগ্য ছিল আমার কাছে। অভিনয়ে শখের মনোযোগ কিংবা ম্যাচুরিটি আগের চেয়ে অনেক বেড়েছে। এটি সত্যিই অনেক বেশি পজিটিভ। শখ নিয়মিত হলে আমরা আরও ভালো কিছু কাজ করতে পারব। পাশাপাশি এ নাটকের গল্পও আমার মন কেড়েছে। আশা করছি দর্শকের কাছেও উপভোগ্য হবে।’

আনিকা কবির শখ বলেন, ‘অপূর্ব ভাইয়ার অভিনয় সবসময়ই আমার ভালো লাগে। পরিচালকের পাশাপাশি তিনি এত বেশি সহযোগিতা করেন যে, কাজটি ভালো না হওয়ার কোনো উপায় থাকে না। এ নাটকে আমাদের দু’জনের কাজই ভালো হয়েছে।’

নাটকটি আসছে ভালোবাসা দিবসে কিংবা ঈদে যে কোনো একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।