শাকিব-অপুর ‘চুপ একদম চুপ’
‘চুপ একদম চুপ’! হ্যাঁ, এমন শিরোনামের একটি ছবিতেই অভিনয় করবেন শাকিব খান ও অপু বিশ্বাস। আর এরই মাধ্যমে প্রায় দেড় বছর পর আবারও ছবি পরিচালনা করছেন মাস্টার মেকারখ্যাত পরিচালক মালেক আফসারী। সফল প্রযোজক তাপসী ঠাকুরের প্রযোজনা সংস্থা হার্টবিট প্রোডাকশনের ব্যানারে নির্মাণ হবে গল্পনির্ভর অ্যাকশন এ ছবিটি।
ছবিটির পরিচালক মালেক আফসারী জানান, তিনি বলেন, হার্টবিট প্রোডাকশনের প্রযোজনায় আমার পরিচালনায় তিন নম্বর ছবি ‘চুপ একদম চুপ’। এর আগে আমি এ প্রযোজনা সংস্থার ‘মনের জ্বালা’ এবং ‘ফুল অ্যান্ড ফাইনাল’ ছবি দু’টি পরিচালনা করেছিলাম। এই ছবিটির নাম প্রথম ছিল ‘খবরদার’। পরে গল্পের প্রয়োজনে নাম রাখা হয়েছে ‘চুপ একদম চুপ’।
হাতেগোনা কয়েকজন নির্ভরশীল পরিচালকের একজন মালেক আফসারী। ক্যারিয়ারে অসংখ্য হিট সুপারহিট এবং ভাল মানের ছবি উপহার দিয়েছেন। নতুন ছবি ‘চুপ একদম চুপ’ও দর্শকদের পছন্দকে গুরুত্ব দিয়ে নির্মাণ হবে বলে পরিচালক মালেক আফসারী জানান।
এইচএন