প্রতিবন্ধী শিশুদের পাশে ফেরদৌস আরা


প্রকাশিত: ০৪:২৪ এএম, ২০ জানুয়ারি ২০১৫

প্রতিবন্ধী শিশুদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করতে যাচ্ছেন বিশিষ্ট নজরুল সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা। রাজধানীর মোহাম্মদপুরে প্রতিবন্ধী শিশুদের জন্য বিশেষায়িত স্কুল কেয়ারিং গ্লোরির এক যুগপূর্তি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে ফেরদৌস আরা শিশুদের নিয়ে গান গাইবেন।

অনুষ্ঠানটি ৭ ফেব্রুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের অডিটরিয়ামে বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। ফেরদৌস আরার পাশাপাশি এ অনুষ্ঠানে প্রতিবন্ধী শিশুদের আনন্দ-বিনোদনের জন্য আরো উপস্থিত থাকবেন চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস, ব্যান্ডশিল্পী আইয়ুব বাচ্চু, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, বিপাশা হায়াত প্রমুখ।

প্রতিবন্ধী শিশুদের নিয়ে অনুষ্ঠান প্রসঙ্গে ফেরদৌস আরা বলেন, `প্রতিবন্ধীদের শিশুদের নিয়ে পরিচালিত এ প্রতিষ্ঠানটির সঙ্গে আমি দীর্ঘদিন ধরে জড়িত রয়েছি। তাই এর যুগপূর্তি অনুষ্ঠানে শিশুদের নিয়ে গান গাইতে পারব বলে ভীষণ আনন্দ হচ্ছে। এসব শিশুদের আমার কাছে পৃথিবীর সবচেয়ে নিষ্পাপ এবং পবিত্র মুখ বলে মনে হয়। কেয়ারিং গ্লোরি যে কোনো অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানালে, আমি সেখানে আগ্রহের সঙ্গে অংশগ্রহণের চেষ্টা করি।`

এদিকে, ফেরদৌস আরা ২৩ থেকে ২৫ জানুয়রি তার নিজস্ব সঙ্গীতশিক্ষা প্রতিষ্ঠান সুর সপ্তকের ছাত্রছাত্রীদের নিয়ে চ্যানেল আইয়ের `গানে গানে সকাল শুরু` অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। বর্তমানে ফেরদৌস আরা এক হাজার নজরুলসঙ্গীত নিয়ে ধারাবাহিকভাবে সংকলন প্রকাশ করার জন্য কাজ করছেন।

এইচএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।