এবার খাগড়াছড়িতে ‘ইত্যাদি’
দীর্ঘদিন থেকেই আমাদের দেশের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং প্রাকৃতিক সৌন্দর্য্যমন্ডিত, দৃষ্টিনন্দন স্থানগুলোতে গিয়ে ধারণ করা হচ্ছে ‘ইত্যাদি’র মূল অনুষ্ঠান। ‘ইত্যাদি’র এই দেশ পরিক্রমার ধারাবাহিকতায় আগামী পর্ব ধারণ করা হয়েছে মূলত পার্বত্য জনগোষ্ঠী অধ্যুষিত খাগড়াছড়িতে।
দেশের অন্যান্য দুর্গম প্রত্যন্ত অঞ্চলের তুলনায় খাগড়াছড়ি একেবারেই ভিন্ন। নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি এই খাগড়াছড়ি। গহিন অরণ্য, গিরি ও গিরিখাত, সমভূমি ও অসংখ্য জীববৈচিত্র্যের লীলাভূমি, নৃতাত্ত্বিক ক্ষুদ্র জনগোষ্ঠীর জীবনাচার ও সংস্কৃতি হাতছানি দেয় পর্যটকদের। খাগড়াছড়ি শহরের প্রাণকেন্দ্রে চারদিকে পাহাড় বেষ্টিত চেঙ্গি গলফ এন্ড কান্ট্রি ক্লাব মাঠে ধারণ করা হয় এবারের ‘ইত্যাদি’।
১৯ জানুয়ারি খাগড়াছড়ির চারদিকে পাহাড় ঘেরা আলোকিত মঞ্চের সামনে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে ধারণ করা হয় ‘ইত্যাদি’। এতদিন দর্শকরা দেখেছেন পাহাড়ের দিনের সৌন্দর্য। এবার দেখলেন রাতের সৌন্দর্য। ‘ইত্যাদি’র ধারণ উপলক্ষে পাহাড়কন্যা খাগড়াছড়িতে ছিল উৎসব আমেজ। আমন্ত্রিত দর্শক ছাড়াও হাজার হাজার মানুষ আশপাশের পাহাড়ের ওপর দাঁড়িয়ে ‘ইত্যাদি’র ধারণ উপভোগ করেন।
শেকড়সন্ধানী ‘ইত্যাদি’র এ ধারণ অনুষ্ঠান চলে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত। ‘ইত্যাদি’র এ পর্ব একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে ৩০ জানুয়ারি রাত ৮টার বাংলা সংবাদের পর। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।
এইচএন