সাদিয়ার অচেনা হৃদয় আসছে (ভিডিও)
আলোচিত্র চলচ্চিত্র অভিনেত্রী সাদিয়া আফরিনের আইটেম গান নিয়ে মুক্তি পাচ্ছে এস আই খান পরিচালিত অচেনা হৃদয়। আগামী ২৭ মার্চ ছবিটি সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে। 
অচেনা হৃদয় ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন- ইমন, প্রসূন আজাদ, এ বি এম সুমন ও টাইগার রবি। কাহিনী লিখেছেন- মাসুদ হাসান, অঞ্জন সরকার জিমি ও এস. আই. খান। এনায়েত আকবর মিলন প্রযোজিত এ চলচ্চিত্রটি নির্মিত হয়েছে ফিল্ম লাইফ ফ্যাক্টরির ব্যানারে।
রোমান্টিক ও মেলোডি ধাঁচের ৭টি গান রয়েছে অচেনা হৃদয় ছবিতে। গানগুলো হলো- ‘যতদিন ধরে’, ‘অচেনা ছিলে’, ‘আমি আজ নদীর মতো’, ‘নদীর মরণ’,‘মন আমার’ ইত্যাদি। এসব গানের কথা লিখেছেন- ওয়াহিদ বাবু ও পিন্টু ঘোষ। সুর ও সংগীতায়োজন করেছেন- বেলাল খান ও পিন্টু ঘোষ। গানে কণ্ঠ দিয়েছেন বেলাল খান, কোনাল, নওমী, সুকণ্যা, শামীম ও ইভা।
এছাড়াও সাদিয়া আফরিন আনোয়ার সিরাজি পরিচালিত উতালা মন ছবির আইটেম গানে পারফর্ম করেছেন।