তৌকীরের নাট্যগ্রন্থে বিপাশার প্রচ্ছদ


প্রকাশিত: ০৩:২১ এএম, ২৫ জানুয়ারি ২০১৫

সম্প্রতি `অজ্ঞাতনামা` শিরোনামের একটি মঞ্চনাটক লিখেছেন জনপ্রিয় অভিনেতা তৌকীর আহমেদ। নাট্যগ্রন্থটির প্রচ্ছদ ও পরিকল্পনা করেছেন তার স্ত্রী জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত। আসন্ন একুশে গ্রন্থমেলায় বইটি শব্দশিল্প প্রকাশনা থেকে প্রকাশ হতে যাচ্ছে।

এ ব্যাপারে তৌকীর আহমেদ বলেন, `লেখালেখি আমার দীর্ঘদিনের নেশা। সব সময়ই লিখতে ইচ্ছা করে। কিন্তু অভিনয় এবং নির্মাণের কাজে সম্পৃক্ত থাকায় সময় দিতে পারছি না। এবারকার মঞ্চ নাটকটি একুশের বইমেলায় প্রকাশের উদ্দেশ্য নিয়েই লিখেছি। সবকিছু ঠিক থাকলে মেলার শুরুর দিকেই বইটি পাঠকের হাতে তুলে দিতে পারব। বইটি মানসম্পন্নভাবে প্রকাশের জন্য বিপাশাও অনেক সাহায্য-সহযোগিতা করেছে। সে একটি দৃষ্টিনন্দন প্রচ্ছদ এঁকে দিয়েছে। এজন্য তার কাছে আমি কৃতজ্ঞ। মেলায় গিয়ে বইটি সংগ্রহের জন্য আমার ভক্ত, শুভাকাঙ্ক্ষী এবং পাঠকদের আমন্ত্রণ জানাচ্ছি।`

এদিকে বিপাশা বলেন, `আমি নিজের স্বাতন্ত্র্য বজায় রেখেই বইটির প্রচ্ছদ এঁকেছি। এই মঞ্চ নাটকটির পটভূমি চমৎকার। আমার কাছে খুব ভালো লেগেছে। আশা করি, বইটি পাঠকের কাছে গ্রহণযোগ্যতা পাবে।`

এইচএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।