ভালোবাসা আনলিমিটেড


প্রকাশিত: ০৩:৩৮ এএম, ২৬ জানুয়ারি ২০১৫

এমিলি জান্নাত, সিয়াম আহমেদ ও শবনম ফারিয়া তারা তিনজনই এ প্রজন্মের মডেল ও অভিনেতা-অভিনেত্রী। এই তিনজনেরই মিডিয়াতে যাত্রা শুরু হয়েছে বিজ্ঞাপনের মডেল হিসেবে। অভিনয়ে শবনম ফারিয়ার আগে অভিষেক হলেও এমিলি জান্নাত ও সিয়াম আহমেদের যাত্রা শুরু হয়েছে গত বছর থেকে।

খুব অল্প সময়েই নিজেদের অভিনয় দক্ষতা কিছুটা হলেও প্রমাণ করতে পেরেছেন তারা। এবারই প্রথম তারা একসঙ্গে একটি টেলিফিল্মে অভিনয় করেছেন। নাম ‘ভালোবাসা আনলিমিটেড’।

ইভান রেহানের চিত্রনাট্য ও পরিচালনায় আসছে ভালোবাসা দিবসের বিশেষ এ টেলিফিল্মে তারা স্বনামেই অভিনয় করেছেন। এতে ভালোবাসার এক ভিন্নরকমের গল্পের উপস্থাপন করা হয়েছে। টেলিফিল্মটি ভালোবাসা দিবসে এশিয়ান টিভিতে প্রচার হবে বলে নির্মাতা জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।