বিশ্ব সুন্দরী পৌলিনা ভেগা (দেখুন ছবিতে)


প্রকাশিত: ১১:১৬ এএম, ২৬ জানুয়ারি ২০১৫

মিস ইউনিভার্স প্রতিযোগিতার সব ধাপ পেড়িয়ে ২০১৪ সালের বিশ্ব সুন্দরীর মুকুট পড়ে নিলেন মিস কলোম্বিয়া পৌলিনা ভেগা। দ্বিতীয় হলেন মিস ইউএসএ নিয়া সেনচেক। ইউক্রেন সুন্দরী ডায়না হারকুসা তৃতীয় স্থানে।



৬৩তম মিস ইউনির্ভাস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মায়ামিতে। এবারের মিস ইউনিভার্স মুকুট পড়ার দৌড়ে ছিল কলোম্বিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউক্রেন।



মিস ইউনিভার্স পৌলিনা ভেগার জন্ম কলোম্বিয়ার বারানকুয়ালা। তিনি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশুনা করেন। স্বপ্ন ছিল মডেল হওয়ার। তাই মাত্র ৮ বছর বয়সেই পৌলিনাকে দেখা গিয়েছিল মডেল হিসাবে।



২১ বছর বয়সী পৌলিনার আরও একটি পরিচয় রয়েছে। কলোম্বিয়ার প্রখ্যাত গায়ক গ্যাসটন ভেগার নাতনি হলেন পৌলিনা।



এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ৮৮ টি দেশ অংশগ্রহণ করে। ২০১৩ মিস ইউনিভার্স হয়েছিলেন ভেনেজুয়ালার গ্যাবরিয়েল ইসলার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।