ব্যক্তিজীবনে সুখী নন দীপিকা


প্রকাশিত: ০৩:০৪ এএম, ২৯ জানুয়ারি ২০১৫

হতাশায় ডুবে থাকাটাই সম্ভবত বেশি পছন্দ দীপিকা পাডুকোনের। সফল অভিনেত্রী হিসেবে বলিউডে নিজেকে উপস্থাপন করতে পারলেও ব্যক্তিজীবনে মোটেও সুখী নন হালের এই জনপ্রিয় অভিনেত্রী।

এ প্রসঙ্গে দীপিকা বলেন, কৈশোর থেকেই তার নিজের ওপর আত্মবিশ্বাস কম। বলিউডে সফল হবেন তাও ভাবেননি তিনি। অনেকটা অনাকাঙ্ক্ষিতভাবেই এ পর্যন্ত আসতে সক্ষম হয়েছেন। তারপরও বিষণ্নতা তার মধ্যে সবসময় কাজ করে চলছে। কোনো কিছুতেই তুষ্ট হতে পারছেন না। ভবিষ্যতের কথা ভাবতে গিয়েই ভেঙে পড়ছেন তিনি। একা থাকলে বিভিন্ন বিষয় নিয়ে হতাশাবোধ তাকে গ্রাস করে ফেলছে। এজন্য তিনি মানসিক ডাক্তারও দেখিয়েছেন। কিন্তু কোনো লাভ হয়নি।

২০০৭ সালে `ওম শান্তি ওম` ছবির মধ্য দিয়ে আলোচনায় আসেন দীপিকা। এরপরই দ্রুত  তার ভাগ্যের চাকা বদলে যেতে থাকে। তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে `ককটেল`, `চেন্নাই এক্সপ্রেস`, `গোলিও কি রাসলীলা রাম-লীলা`, `ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি`, `রেস টু`, `হ্যাপি নিউ ইয়ার` ইত্যাদি। ক্যারিয়ারে দীপিকা পাডুকোনের ঝুলিতে খুব কমই ফ্লপ ছবি রয়েছে। বর্তমানে দীপিকার হাতে রয়েছে ৩টি ছবি। এগুলো হচ্ছে `পিকু`, `তামাশা` ও `বাজিরাও মাস্তানি`।

এইচএন /এমএস







পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।