ব্ল্যাকমানি নিয়ে আসছেন কেয়া


প্রকাশিত: ০৩:২৪ এএম, ২৯ জানুয়ারি ২০১৫

এবার ব্লাকমানি নিয়ে আসছেন চিত্রনায়িকা কেয়া। তবে এই ব্লাকমানি অর্থ কালোটাকা নয়,  এটি সাফিউদ্দিন সাফি পরিচালিত একটি সিনেমার নাম। যার প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করছেন কেয়া। ছবিতে তার বিপরীতে নায়ক হিসেবে আছেন সাইমন।

টানা দুই মাস ধরে ঢাকা, কাপ্তাই, কক্সবাজারে ছবিটির শুটিং করে বর্তমানে শেষ পর্যায়ের কাজ করছেন এফডিসিতে। মুভি প্ল্যানেট এন মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মীয়মাণ সন্ত্রাসীদের অবৈধ অর্থ নিয়ে তৈরি করা গল্পের ছবি ‘ব্ল্যাকমানি’তে কেয়া ও সাইমনের সঙ্গে আরও রয়েছেন লাক্স চ্যানেল আই সুপারস্টার মৌসুমী হামিদ। তারকাসমৃদ্ধ এ ছবিতে আরও রয়েছেন রুবেল, মিশা সওদাগর, সাদেক বাচ্চু, ডিজে সোহেলসহ অনেকেই।

কেয়া বলেন, ক্যারিয়ারের এ সময়ে ‘ব্ল্যাকমানি’ আমার জন্য বড় একটি পাওয়া। বড় একটি চ্যালেঞ্জ। দারুণ একটা চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি। খুব সুন্দর একটি চরিত্র। শুটিংয়ের সময় প্রতিটি মুহূর্ত উপভোগ করছি। চেষ্টা করছি চরিত্রে মিশে গিয়ে যোগ্যতা তুলে ধরার। আমার বিশ্বাস আমি পারবো।

এইচএন/এমএস







পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।